32 C
Dhaka
২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

নগদ ব্যবহারকারীদের তথ্য ফাঁস, পাওয়া যাচ্ছে টেলিগ্রামসহ নানা প্লাটফর্মে!

টেকসিঁড়ি রিপোর্টঃ গত সপ্তাহ থেকে নগদ ব্যবহারকারীদের ইউজার ইনফরমেশন টেলিগ্রাম বটসহ বিভিন্ন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে।
.
বাংলাদেশের আইসিটি ডিভিশনের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (CIRT) জানায় তারা আরো ২ সপ্তাহ আগে নগদ এবং এনআইডি কর্তৃপক্ষকে এব্যাপারে সাবধান করে। CIRT এর প্রজেক্ট ডিরেক্টর সাইফুল আলম খান জানান যে শুধু নগদ নয়, বরং ন্যাশনাল আইডি কার্ডের তথ্যও বিভিন্ন প্লাটফর্মে লিক হয়েছে।
.
টেলিগ্রামের বিভিন্ন বট বিনামূল্যে যেকোনো ব্যবহারকারীর অর্ধেক তথ্য দিয়ে দেয়, এবং ৬৪০ টাকার সাবস্ক্রিপশনে বাকি তথ্যও দিয়ে থাকে।

তবে নগদ কতৃপক্ষ বলেছে গ্রাহকদের ডাটা সম্পুর্ন সুরক্ষিত আছে।

তথ্যসুত্রঃ শর্টষ্টরিস

Related posts

ডোরড্যাশের বিরুদ্ধে মামলা করলো উবার

Tahmina

‘আইন নয়, গাইড লাইন ও সচেতনতা বাড়িয়ে ইন্টারনেটে সুরক্ষা সম্ভব’

Tahmina

রাইজআপ ল্যাবসের এন্যুয়াল রিট্রিট ২০২৩ উদযাপন

Tahmina

Leave a Comment