টেকসিঁড়ি রিপোর্ট : ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)-এর ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “Breaking Barriers: A Journey to Google” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০০২ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার জনাব রিচিতা খন্দকার রিফাত।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বর্তমান বিশ্বে প্রযুক্তি শুধু কর্মসংস্থানই তৈরি করছে না, বরং আমাদের চিন্তাভাবনা, জীবনধারা এবং সমাজকেও নতুনভাবে রূপ দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স এবং ক্লাউড কম্পিউটিং-এর মতো উদীয়মান প্রযুক্তি আগামী প্রজন্মের জন্য অগণিত সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। শিক্ষার্থী দের এখন শুধু ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তি নির্মাতা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। ইউএফটিবি এই পরিবর্তনের অগ্রভাগে থাকতে চায়।
মূল প্রবন্ধ উপস্থাপনায় রিচিতা নিজের অভিজ্ঞতার আলোকে কীভাবে প্রতিবন্ধকতা ভেঙে গুগলের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ তৈরি করা যায় তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
সেমিনারটি সঞ্চালনা করেন ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানজিম তাহারাত অর্পা।
এছাড়া ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারের আলোচকবৃন্দ আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা এই অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা আরও সমৃদ্ধ করবেন।