24 C
Dhaka
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

চলছে আইএসপিএবি’র নির্বাচন

টেকসিঁড়ি রিপোর্টঃ  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন চলছে।

সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলা কালে বুথে নিষিদ্ধ থাকছে মোবাইল সহ ক্যামেরাযুক্ত যে কোনো ধরণের ডিভাইস।

আইএসপিএবি’র ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, সংগঠনটিতে ৩৯৯ জন সাধারণ এবং ১৬০৪ জন সহযোগী সদস্য রয়েছেন। এরমধ্যে সাধারণ ক্যাটাগরিতে ভোটার ২৫০ জন।

এখানে ৯ পদে প্রার্থী ১৪ জন। অপরদিকি সহযোগী সদস্যদের ৪ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১১ জন। ভোটাধিকার প্রয়োগ করবেন ৭৫৬ ভোটার।

ভোটকে প্রভাবমুক্ত এবং ভোটারদের চাপমুক্ত করতে শুক্রবার বিকেলে বোর্ড চেয়ারম্যান জাতীয় সংসদের হুইপ মো. নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে ডিভাইস মুক্ত থাকার এই সিদ্ধান্ত নিয়েছে আইএসপিএবি নির্বাচন বোর্ড।

বৈঠকে অপর দুই কমিশনার জে.এ.এন. অ্যাসোসিয়েটস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ এইচ কাফী এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডের পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প দক্ষতা উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বীরেন্দ্র নাথ অধিকারী উপস্থিত ছিলেন। এদিকে এই সিদ্ধান্তে নির্বাচন বোর্ডকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বতন্ত্র্য প্রার্থীরা।

৮ নম্বর ব্যালটে প্রতিদ্বন্দ্বিতাকারী আইসিসিসি কমিউনিকেশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক ফেসবুক স্ট্যটাসে সাধারণ ভোটারদের পক্ষ থেকে কমিশনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, আশা করি এবার ভোটাররা নির্বিঘ্নে চাপমুক্ত ভাবে ভোট উদযাপন করতে পরবেন।

ব্যালট নম্বর ৭ , টীম ফরওয়ার্ড নিয়ে ইন্টারনেট ব্যবসায়ীদেরকে পেশিশক্তির হাত থেকে দখলদার মুক্ত রাখতে আমরা আছি সবার পাশে ফেইসবুকে লিখেছেন আনোয়ার হোসেন আনু।

ভোটে নির্বাচিত ১৩ সদস্যকে নিয়ে আগামী ১৮ মার্চ (রবিবার) হবে কার্যনির্বাহী পরিষদের (ইসি) পদ বণ্টন। এবারের ভোটে সাধারণ ক্যাটাগরিতে ৯ পদের প্রার্থীরা হলেন-আইসিসি কমিউনিকেশন লিমিটেডের সাইফুল ইসলাম সিদ্দিক,রেড ডাটা (প্রা:) লিমিটেডের মঈন উদ্দিন আহমেদ, এক্সোর্ড অনলাইনের সাব্বির আহমেদ, বাংলানেট টেকনলোজিস লিঃ এর মোঃ জোবায়ের আল মাহমুদ হোসাইন, ঢাকা টেক আইটি লিমিটেড এর আশরাফ উদ্দিন, অপটিম্যাক্স কমিউনিকেশনের মো. ইমদাদুল হক, কে এস নেটওয়ার্কের নাজমুল করিম ভূঁইয়া, চিটাগাং টেলিকম সার্ভিসের মো. আনোয়ারুল আজিম, ইউনিফাইড কোরের এস এম জাকির হোসাইন, বিসিএল অনলাইন সার্ভিসের এ এম কামাল উদ্দীন আহমেদ সেলিম, ইনফোলিংকের সাকিফ আহমেদ, ট্রায়াঙ্গাল সার্ভিসেসের মোহাম্মদ এ কাইউম রাশেদ, অন্তরঙ্গ ডট কমের মো. আসাদুজ্জামান এবং সার্কেল নেটওয়ার্কের মাহবুব আলম।

অপরদিকে সহযোগীতে প্রার্থী হয়েছেন- ফ্রিডম অনলাইনের মো. আরমান হোসেন, ডিজিটাল কমিউনিকেশনের মোহাম্মদ আলমগীর হোসেন এবং এম.এস জুবায়ের আইটি এক্সপার্টের মো. জুবায়ের ইসলাম, ইউনিক নেটের মাসুদ রানা জীবন, তুহিন এন্টারপ্রাইজের রাইসুল ইসলাম তুহিন, দি উইনার আইটির মো. অহিদ উল্লাহ স্বপন এবং গ্রীণ ব্রডব্যান্ড নেটওয়ার্ক সার্ভিসের দিপংকর বড়ুয়া শিমুল,স্পীড টেক অনলাইনের মো. নাছির উদ্দীন, সান অনলাইনের মোহাম্মদ আনোয়ার হোসেন, ফিসা কমিউনিকেশনের ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন এবং দি টি নেটওয়ার্কের মো. মাহামুদুল হাসান।

Related posts

জাতিসংঘের অধীনে সুষ্ঠু তদন্ত চেয়েছেন উপদেষ্টা নাহিদ

Tahmina

পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ নিয়ে বিটিআরসি যা জানালো

Tahmina

পোস্ট, টেলিকম এবং আইসিটি খাতে জাপানি বিনিয়োগকারীদের প্রতি পলকের আহ্বান

Tahmina

Leave a Comment