টেকসিঁড়ি রিপোর্ট : কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের দুনিয়ায় নিজেদের একচ্ছত্র আধিপত্য আরও পোক্ত করতে এক অভাবনীয় পদক্ষেপ নিয়েছে সেমিকন্ডাক্টর জায়ান্ট এনভিডিয়া। তারা তাদের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এবং উদ্ভাবনী চিপ নির্মাতা প্রতিষ্ঠান গ্রোক এর সাথে একটি বিশাল প্রযুক্তি লাইসেন্সিং চুক্তি সম্পন্ন করেছে। একইসাথে গ্রোক-এর প্রতিষ্ঠাতা ও সিইও সহ শীর্ষ মেধাবীদের নিজেদের দলে টেনে নিয়েছে এনভিডিয়া।
এনভিডিয়া এই চুক্তিকে সরাসরি ‘অধিগ্রহণ’ বলছে না। গ্রোক একটি স্বাধীন কোম্পানি হিসেবে কাজ চালিয়ে যাবে এবং তাদের নতুন সিইও হবেন সাইমন এডওয়ার্ডস। তবে বিশ্লেষকদের মতে, এটি এনভিডিয়ার একটি কৌশলগত চাল। এর মাধ্যমে তারা একদিকে যেমন গ্রোক-এর উন্নত প্রযুক্তি নিজেদের কব্জায় নিল, অন্যদিকে সম্ভাব্য একজন বড় প্রতিযোগীকে নিজেদের অংশীদার বানিয়ে ফেলল।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম যেমন সিএনবিসি-র তথ্যমতে, এনভিডিয়া এই চুক্তির জন্য প্রায় ২০ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা) ব্যয় করছে। এটি এনভিডিয়ার ইতিহাসের সর্ববৃহৎ চুক্তি হতে যাচ্ছে।
চুক্তির শর্তানুসারে, গ্রোক-এর প্রতিষ্ঠাতা এবং বর্তমান বিশ্বের অন্যতম সেরা চিপ ডিজাইনার জোনাথন রস এনভিডিয়াতে যোগ দিচ্ছেন। তাঁর সাথে থাকছেন কোম্পানির প্রেসিডেন্ট সানি মাদ্রা এবং একদল দক্ষ ইঞ্জিনিয়ার।
এনভিডিয়া গ্রোক-এর বিশেষায়িত ‘ইনফারেন্স’ (Inference) প্রযুক্তির নন-এক্সক্লুসিভ লাইসেন্স গ্রহণ করেছে। এটি এনভিডিয়ার বর্তমান জিপিইউ-এর সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।
প্রযুক্তি বাজারে গ্রোক পরিচিত তাদের উদ্ভাবনী ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইউনিট (LPU)-এর জন্য। বর্তমান বিশ্বের এআই মডেলগুলো (যেমন চ্যাটজিপিটি) চালাতে এনভিডিয়ার জিপিইউ ব্যবহৃত হয়, যা অনেক ব্যয়বহুল এবং বিদ্যুৎ সাশ্রয়ী নয়। গ্রোক দাবি করে যে, তাদের এলপিইউ চিপ সাধারণ চিপের চেয়ে ১০ গুণ দ্রুত কাজ করে এবং এতে ১০ ভাগের ১ ভাগ শক্তি খরচ হয়।
জোনাথন রস এর আগে গুগলে থাকাকালীন বিখ্যাত টিপিইউ (TPU) চিপ তৈরিতে প্রধান ভূমিকা রেখেছিলেন। তাঁর এই অভিজ্ঞতা এনভিডিয়াকে গুগল বা মেটার মতো প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে সাহায্য করবে।
বর্তমানে সারা বিশ্বে ২০ লক্ষাধিক ডেভেলপার গ্রোক-এর প্রযুক্তি ব্যবহার করছেন। এই বিশাল ইউজার বেস এবং এলপিইউ প্রযুক্তির সমন্বয় এনভিডিয়াকে এআই হার্ডওয়্যার বাজারে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।


