28 C
Dhaka
১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

‘পরিবেশ এবং সমাজের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে’

টেকসিঁড়ি রিপোর্ট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও ইয়াং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা) এর যৌথ উদ্যোগে “নলেজ এক্সচেঞ্জ এন্ড শেয়ারিং ওয়ার্কশপ চাইল্ড এন্ড ইয়ুথ এনগেজমেন্ট ইন ল্যান্ডসাইড এন্টিসিপেটরি একশন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১১ই ডিসেম্বর (বুধবার) ২০২৪ বেলা ১১টায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া । এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন ইপসার পরিচালক নাছিম বানু। কর্মশালায় সভাপতিত্ব করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান দেবাশীষ রায় রাজা। আমাদের আমাদের  সঞ্চালনা করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক সজীব সরকার।

এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “বর্তমানে আমরা একটি কঠিন সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে আছি, তা হল বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি। এই তাপমাত্রা বৃদ্ধির কারণ হল কার্বন-ডাই-অক্সাইড। কেননা কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধির কারণে বরফ গলে সমুদ্রন্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে যে সমস্ত শহরগুলো সমুদ্র তীরে অবস্থিত সে শহরগুলো একসময় পানির নিচে চলে যাবে। আর এই কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধি তথা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পেছনে আমরাই দায়ী। তেমনি আরেকটি প্রাকৃতিক দূর্যোগের মধ্যে অন্যতম হল ভূমিধস। পাহাড় কাটার অনিয়ন্ত্রিত কার্যকলাপ, বৃষ্টিপাতের অনিয়মিত মাত্রা এবং দুর্বল অবকাঠামোগত পরিকল্পনা এই সমস্যাকে দিনকে দিন আরও জটিল করে তুলছে।

তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্মই পারবে তাদের মেধা, মনন ও গবেষণার মাধ্যমে এই প্রাকৃতিক দূর্যোগগুলো মোকাবেলায় বড় ধরনের পরিবর্তন আনতে। এ ধরনের উদ্যোগ শুধু সমস্যার সমাধানই নয় বরং দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের সকলে মিলে পরিবেশ এবং সমাজের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি নিরাপদ এবং টেকসই পৃথিবীতে বসবাস করতে পারে।”

Related posts

তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের আয়োজনে চুয়েটে আন্তর্জাতিক কনফারেন্স সমাপ্ত

Tahmina

এআইইউবি তে ডেটা সাইন্স ও নেটওয়ার্ক এন্ড সাইবার সিকিউরিটি বিষয়ক ২টি নতুন বিভাগ চালু

TechShiri Admin

পাবলিক হেলথ নিয়ে উন্নত দেশের চেয়ে বাংলাদেশে গবেষণা কম 

Tahmina

Leave a Comment