৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড’২৪ পেলেন নোবিপ্রবি শিক্ষক ড. আফসানা

টেকসিঁড়ি রিপোর্ট : এশিয়া এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের  (নোবিপ্রবি) মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আফসানা পারভীন। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককের হোটেল আমারিতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ড দেয়া হয়। এশিয়া এডুকেশন কনক্লেভ এর আয়োজন করে।

এবারের এশিয়ান এডুকেশন সামিটে বিশে^র ১০ টিরও বেশি দেশ থেকে প্রতিযোগীরা অংশ নেয়। এশিয়া জুড়ে শিক্ষার ওপর তাদের অসামান্য প্রভাবের জন্য ১০০ জনেরও বেশি পুরস্কারপ্রাপ্তকে সম্মানিত করা হয়। সে প্রেক্ষিতে এশিয়ায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যায়ে “শিক্ষায় উদ্ভাবন” বিভাগে নোবিপ্রবির সহকারী অধ্যাপক ড. আফসানা পারভীনকে পুরষ্কৃত ও সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার উন্নয়ন, বৈশি^ক দৃষ্টিভঙ্গি, ছাত্রবান্ধব শিক্ষণ শৈলি এবং সামাজিক নেতৃত্ব তৈরিতে অবদান রাখায় তাকে এ পুরষ্কারে ভূষিত করা হয়।

শিক্ষাদানের ক্ষেত্রে বর্তমানে উদ্ভাবনী শিক্ষা, বিশেষত শ্রেণীকক্ষে আধুনিক শিক্ষণ কৌশল প্রয়োগ এবং পদ্ধতিসমূহের হাতে কলমে শিক্ষাদানের বিষয়টি অন্তত্য গুরুত্বপূর্ণ। এই পুরস্কারটি তাদেরই দেয়া হয়, যারা শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের উন্নতি এবং শিক্ষার প্রসারে প্রকৃত সমস্যাগুলি সমাধান করতে ক্লাসরুমে নতুনত্ব আনতে ভূমিকা পালন করেন।

Related posts

আইইউবি’তে অত্যাধুনিক ওয়াই-ফাই ৭.০ প্রযুক্তির উদ্বোধন

TechShiri Admin

নোবিপ্রবির উদ্ভাবিত সফটওয়্যার দিয়েই চলছে রেজাল্ট প্রক্রিয়ার সকল কাজ

Tahmina

ইউএনডিপির ‘ফিউচারনেশন’ প্রকল্পে নোবিপ্রবি শিক্ষার্থীদের একাধিক সুযোগ

Tahmina

Leave a Comment