টেকসিঁড়ি রিপোর্ট : চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি অপরিহার্য দক্ষতা। শিক্ষার্থীদের এখন থেকেই এ বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এই কথা বলেন।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এআই ফর ফিউচার লিডারস ( AI for Future Leaders ) শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে ২০২৫, মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টারের পরিচালক প্রফেসর ড. এ এইচ এম রহমতুল্লাহ ইমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল এবং বিভিন্ন অনুষদেও ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেটকম লার্নিং বাংলাদেশের হেড অব পার্টনারশিপ আব্দুর রহমান মামুন এবং সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. ইমদাদুল ইসলাম।
আব্দুর রহমান মামুন তার বক্তব্যে বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু একটি প্রযুক্তি নয়, বরং এটি ভবিষ্যতের নেতৃত্ব বিকাশের অন্যতম হাতিয়ার। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সার্টিফিকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করতে পারাই আমাদের লক্ষ্য।
মো. ইমদাদুল ইসলাম বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে বিশ্বজুড়ে শিল্পখাতে ব্যাপক পরিবর্তন এনেছে। বাংলাদেশে এ প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে হলে শিক্ষার্থীদের গ্লোবাল স্কিলস অর্জন করতে হবে। তিনি একটি জাতীয় পর্যায়ের (AI) প্রতিযোগিতার কথা উল্লেখ করেন, যা মাইক্রোসফট (Microsoft) এবং এআইসার্টস (AICERTs™)-এর সহায়তায় পরিচালিত হচ্ছে।
এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব সমস্যার সমাধানে এআই জ্ঞান ব্যবহার করতে পারবে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের উপস্থাপন করার সুযোগ পাবে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের পদ্ধতি সেমিনারে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
প্রতিযোগিতায় থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং মাইক্রোসফটের পক্ষ থেকে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট।
বক্তারা তাদের আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বর্তমান ও ভবিষ্যৎ প্রভাব, চাকরির বাজারে এর গুরুত্ব এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সেমিনারে ধন্যবাদ জানান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টারের পরিচালক প্রফেসর ড. এ এইচ এম রহমতুল্লাহ ইমন।