27 C
Dhaka
২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ক্যাম্পাস রিক্রুট করলো সিনেসিস আইটি

টেকসিঁড়ি রিপোর্ট : ২৬ জুন, বুধবার সিনেসিস আইটি লিমিটেড, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি’র ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির সাথে অংশীদারিত্বে ক্যাম্পাসে নিয়োগ পরীক্ষার আয়োজন করেছে।

পরীক্ষার্থীরা উৎসাহ নিয়ে এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন ছাত্ররা অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

সিনেসিস আইটির কো ফাউন্ডার রুপায়ন চৌধুরী বলেন, সারা পৃথিবীতে যে পরিমাণ ও মানের প্রোগ্রামার দরকার, তার থেকে অনেক কম প্রোগ্রামার এই পৃথিবীতে আছে। আমরা আমাদের সম্পূর্ণ ইন্টারভিউ প্রসেস ঢেলে সাজিয়েছি যেন ট্যালেন্টেড প্রোগ্রামার উঠে আসে। নিজেদের ইন্টারন্যাল ট্রেনিং ঢেলে সাজাচ্ছি। যেন একজন প্রোগ্রামার সত্যিকারের Thought Leader এ পরিণত হতে পারে। আমরা প্রতিটা টপ পাবলিক ও প্রাইভেট ইউভার্সিটি যাচ্ছি যেন সত্যিকারের মেধাবী প্রোগ্রামারকে আমরা খুঁজে পাই।

জাহাঙ্গীর নগরে ৫২ জন পরীক্ষা দিয়েছে। তিনধাপে পরীক্ষা হবে। এই তিন ধাপে যারা পাস করবে সবাইকে নেয়া হবে বলে জানিয়েছেন রুপায়ন।

সিনেসিস বুয়েটে ক্যাম্পাস রিক্রুট সম্পন্ন করেছে, আগামীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি এবং চুয়েট সহ অন্য ভার্সিটিতেও এই নিয়োগ চলবে।

Related posts

২৪তম জাতীয় নবায়নযোগ্য শক্তি সম্মেলন এবং গ্রিন এক্সপো আগামী ২২,২৩ মে

Tahmina

আগামী ১৮ থেকে ২১শে মার্চ জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাউডফেষ্ট ২০২৪

Samiul Suman

সিসকো’র আয়োজনে গার্লস ইন আইসিটি ডে ২৪ এপ্রিল

Tahmina

Leave a Comment