27 C
Dhaka
৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

২ দিনব্যাপী শিশু-কিশোরদের ড্রোন ফ্লাই ক্যাম্পিং

টেকসিঁড়ি রিপোর্ট : বর্তমানে জনপ্রিয় প্রযুক্তি ড্রোন। শিশু-কিশোরদের হাতেকলমে সেই ড্রোন ফ্লাই করা নিয়ে প্রশিক্ষণ দেবার জন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, বাংলাদেশ ফ্লায়িং ল্যাবস এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে ঢাকায় আয়োজন করছে ২ দিনব্যাপী ক্যাম্প।

রেজিস্ট্রেশনের শেষ সময় – ২১ জানুয়ারি, রাত ১১ টা ৫০ মিনিট। ক্যাম্পের সময় – ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৫, শুক্র ও শনিবার, প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।

ক্যাম্পে টেলো এডু ও এফপিভি ড্রোন দিয়ে ড্রোনের বেসিক শিখানো হবে যেন শিক্ষার্থীরা ড্রোন সম্পর্কে বেসিক ধারণা অর্জন ও ড্রোন ফ্লাই করতে পারে প্রোগ্রামিং এর মাধ্যমে।

অংশ নিতে পারবে- ৯-১৮ বছর বয়সী শিক্ষার্থী যারা আগে কখনও ড্রোন নিয়ে কাজ করেনি। আসন সংখ্যা – ২০, আসন সংখ্যা শেষ হয়ে গেলে রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়া হবে।

ক্যাম্প ভেন্যু – ধানমন্ডি, ঢাকা

ক্যাম্পের কারিকুলাম –

ক) ড্রোন পরিচিতি

খ) ড্রোনের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে ধারণা

গ) ড্রোন উড়ানোর বেসিক বিজ্ঞান

ঘ) টেলো এডু এপ ইন্টারফেস পরিচিতি

ঙ) টেলো এডু এপ ব্যবহার করে ব্লক ভিত্তিক প্রোগ্রামিং

চ) হাতেকলমে নিজের প্রোগ্রাম ব্যবহার করে টেলো এডু ড্রোন পরিচালনা

ছ) এফপিভি (FPV) ড্রোন পরিচিতি

বিশেষ দ্রষ্টব্য –

ক) ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।

খ) কর্মশালায় ব্যবহৃত উপকরণ কর্মশালার সময়ে দেয়া হবে। কিন্তু কর্মশালা শেষে সেগুলো আবার ফেরত নেয়া হবে।

গ) শিক্ষার্থীকে নিজের ল্যাপটপ অথবা মোবাইল সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে সেটি বাধ্যতামূলক নয়।

ঘ) এই ক্যাম্পে কোন খাবারের ব্যবস্থা থাকবে না।

ঙ) ক্যাম্পটিতে অভিভাবকদের জন্য কোন ওয়েটিং জোন নেই।

আরও বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন – https://forms.gle/E7npos7WSzK2ewdi8

Related posts

আইকান৮২ এর ফেলোশীপ আবেদন উন্মুক্ত

TechShiri Admin

অল গার্লস স্ক্র্যাচ প্রোগ্রামিং কনটেস্ট ৩০ সেপ্টেম্বর

Tahmina

২য় ডিআরএমসি ন্যাশনাল ম্যাথ সামিটে ম্যাথ নিয়ে যা কিছু

TechShiri Admin

Leave a Comment