26 C
Dhaka
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

৮ মে শুরু হচ্ছে বাংলাদেশ এআই সামিট

টেকসিঁড়ি রিপোর্ট : দেশের বিভিন্ন খাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ৮ মে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শুরু হতে হচ্ছে ‘‘বাংলাদেশ এআই সামিট’’।

এই তথ্য জানিয়েছে সামিটের আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। সম্মেলনের বিভিন্ন সেশনে দেশ-বিদেশের ব্যবসায়িক নেতা, এআই-বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও উদ্ভাবকেরা অংশ নেবেন।

ব্র্যাক বিজনেস স্কুলের সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে এআইয়ের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরি, সরকারি-বেসরকারি-একাডেমিক অংশীদারত্ব জোরদারসহ জাতীয় এআই নীতিমালা গঠনে কার্যকর দিকনির্দেশনা প্রদান করা।

এ বিষয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম বলেন, ‘‘কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের চারপাশের বিশ্বকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। এই পরিবর্তনের অংশ হতে হলে আমাদের শিক্ষাব্যবস্থা, প্রশাসন, স্বাস্থ্য, কৃষি ও শিল্প প্রতিটি খাতে এআইয়ের যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ। এই সম্মেলনের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কীভাবে এআই আমাদের শিল্পকে রূপান্তর ও মানুষের জীবনমান উন্নত করতে পারে।’’

উল্লেখ্য, এই সম্মেলনে গত মার্চে অনুষ্ঠিত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) হ্যাকাথনের সেরা ৩১টি দল নিজেদের তৈরি উদ্ভাবন প্রদর্শন করবে। পরে এর মধ্যে থেকে বিচারকেরা ছয়টি বিজয়ী দল নির্বাচন করবে। বিজয়ী প্রতিটি দলকে ১ লাখ টাকার পুরস্কার দেওয়া হবে।

Related posts

ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতা ২০২৩-২৪

Samiul Suman

এপিএএন এর ৫৯তম সম্মেলন হবে জাপানে

TechShiri Admin

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে যা যা এলো

Tahmina

Leave a Comment