১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

সিসকো’র আয়োজনে গার্লস ইন আইসিটি ডে ২৪ এপ্রিল

টেকসিঁড়ি রিপোর্ট :”অন্তর্ভুক্ত ডিজিটাল রূপান্তরের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মেয়েরা” এই প্রতিপাদ্য নিয়ে ২৪ এপ্রিল ২০২৫ সালের আন্তর্জাতিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হবে। সকল কণ্ঠস্বর, এক ডিজিটাল ভবিষ্যৎ: সকল ক্ষেত্রে মেয়েদের ক্ষমতায়ন।

এই বছর, সিসকো পরিবর্তন আনার জন্য আলাদাভাবে এই দিবস উদযাপন করছে। আন্তর্জাতিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের সম্মানে, সিসকো’র নেত্রীরা তাদের ব্যক্তিগত যাত্রা, পরামর্শদানের অভিজ্ঞতা এবং প্রযুক্তির ভবিষ্যতের জন্য সাহসী দৃষ্টিভঙ্গি শেয়ার করবেন । তারা এআই, অন্তর্ভুক্তি এবং ভবিষ্যতের সীমাহীন সম্ভাবনা অন্বেষণ নিয়ে আলোকপাত করবেন।

এই অনুষ্ঠানটি নির্ভীক উদ্ভাবনের মাধ্যমে প্রযুক্তি পুনর্গঠনকারী নারী ও মেয়েদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। রেজিস্ট্রেশন লিঙ্ক এখানে

এই দিনকে ঘিরে এশিয়া , প্যসিফিক , জাপান , ইউরোপ, মধ্য প্রাচ্য , আফ্রিকা, ল্যাটিন আমেরিকা , ক্যারিবিয়ান অঞ্চলে, আমেরিকা এবং কানাডায় আয়োজন করতে যাচ্ছে সিসকো।

কীভাবে অনন্য শক্তিকে আলিঙ্গন করা যায়, বিভেদ দূর করা যায় এবং পরবর্তী প্রজন্মের পথিকৃৎদের অনুপ্রাণিত করা যায় তা আবিষ্কার করতে যোগ দিতে আমন্ত্রণ জানায় সিসকো ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) খাতে আরও বেশি সংখ্যক মেয়ে এবং তরুণীকে ক্যারিয়ার গড়তে উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য প্রতি বছর এপ্রিলের চতুর্থ বৃহস্পতিবার আন্তর্জাতিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়। লক্ষ্য হল ক্ষেত্রের লিঙ্গ বৈষম্য দূর করা এবং STEM ক্ষেত্রে লিঙ্গ সমতা প্রচার করা। দিনটি আইসিটিতে নারীদের অর্জন উদযাপন করার এবং অন্যদের অনুপ্রাণিত করে এমন রোল মডেলদের প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ক্রমবর্ধমান ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে মেয়ে এবং তরুণীদের অনুপ্রাণিত ও উৎসাহিত করার জন্য আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) কর্তৃক প্রতিষ্ঠিত একটি উদ্যোগ। সুযোগ, সম্পদ এবং রোল মডেল প্রদানের মাধ্যমে, আন্তর্জাতিক আইসিটি দিবস প্রযুক্তিতে লিঙ্গ বৈষম্য দূর করতে এবং ডিজিটাল বিশ্বে সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন নিশ্চিত করতে চায় আইটিইউ ।

Related posts

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে না এপনিকের ৫৯তম সম্মেলন

TechShiri Admin

১৯ ফেব্রুয়ারী দেশে হতে যাচ্ছে হোস্টিং সামিট ‘২৫

Tahmina

APNIC ফেলোশীপের জন্য আবেদন প্রক্রিয়া চলছে

Samiul Suman

Leave a Comment