টেকসিঁড়ি রিপোর্টঃ বাংলাদেশে রোবোটিকস চর্চা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে আরও এগিয়ে নিতে নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ রোবোটিকস উৎসব ‘রোবোলিউশন ২০২৫’।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST) কর্তৃক আয়োজিত এই জাতীয় রোবোটিকস ফেস্টিভ্যালটি পরিচালনা করছে MIST Robotics Club।
আগামী ২৭ এবং ২৮ নভেম্বর ২০২৫ তারিখে এমআইএসটি ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে ২ দিনব্যাপী এই প্রযুক্তি উৎসব। দেশব্যাপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে রোবোটিকসের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের উদ্ভাবনী দক্ষতা প্রদর্শন করবেন।
অংশগ্রহণের প্রতিযোগিতা বিভাগসমূহ
রোবোলিউশন ২০২৫-এ অংশগ্রহণকারীদের জন্য থাকছে নানা বিভাগে প্রতিযোগিতা:
পোস্টার প্রতিযোগিতা – রোবোটিকস বিষয়ক সৃজনশীল ভিজ্যুয়াল প্রদর্শন।
প্রজেক্ট শোকেসিং – বাস্তব সমস্যার সমাধানে তৈরি ইনোভেটিভ রোবট বা অটোমেশন সিস্টেম প্রদর্শন।
সকার বট – রোবট ফুটবল ম্যাচে কৌশল ও প্রোগ্রামিং দক্ষতা প্রদর্শন।
লাইন ফলোয়িং রেস – নির্ধারিত ট্র্যাক দ্রুত ও নিখুঁতভাবে অতিক্রম করতে সক্ষম অটোনোমাস রোবটের প্রতিযোগিতা।
ব্যাটল অব বটস – রোবট যুদ্ধের মাধ্যমে শক্তি, কৌশল ও ইঞ্জিনিয়ারিং দক্ষতার লড়াই।
আর্ডুইনো কোড চ্যালেঞ্জ – মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক সমস্যার সমাধান প্রতিযোগিতা।
রোবো অলিম্পিয়াড (Ostad দ্বারা পরিচালিত) – রোবোটিকস জ্ঞান যাচাইয়ের প্রতিযোগিতা; সকল অংশগ্রহণকারী Ostad কোর্সে ৪০% ছাড় পাবেন।
কসমো ক্লেঞ্চ চ্যালেঞ্জ – নিখুঁততা, চৌকসতা ও ইঞ্জিনিয়ারিং দক্ষতার পরীক্ষা।
VLSI প্রতিযোগিতা – চিপ ডিজাইন ও ইলেকট্রনিক্স জ্ঞান প্রয়োগের চ্যালেঞ্জ।
ড্রোন রেস প্রতিযোগিতা – গতিশীল ও চ্যালেঞ্জিং পথে ড্রোন নিয়ন্ত্রণের দক্ষতা প্রদর্শন।
VALORANT গেমিং প্রতিযোগিতা – জনপ্রিয় ই-স্পোর্টস গেমে দলগত কৌশল ও রিফ্লেক্সের লড়াই।
পুরস্কার ও স্বীকৃতি
এই বিশাল আয়োজনে বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য রয়েছে ৫ লক্ষ টাকা মূল্যের আকর্ষণীয় পুরস্কার এবং বিশেষ সম্মাননা। রেজিস্ট্রেশন ও তথ্যসূত্র এবং অংশগ্রহণের জন্য নিবন্ধন চলছে। দেখুন ফেইসবুক পেইজে।

