টেকসিঁড়ি রিপোর্টঃ পর্দা নামলো বৃহত্তম সাইবার নিরাপত্তা সম্মেলন ‘ফিনিক্স সামিট ২০২৫। সাইবার সুরক্ষার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় এবং একটি সুরক্ষিত ডিজিটাল ভবিষ্যতের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে গত ১৯ থেকে ২৪ মে, ২০২৫ তারিখে রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো দেশের সর্ববৃহৎ সাইবার নিরাপত্তা সম্মেলন ‘ফিনিক্স সামিট ২০২৫’।
৬ দিনব্যাপী এই আয়োজনে ছিল একাধিক কর্মশালা, সম্মেলন, বিশেষজ্ঞ প্যানেল আলোচনা এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ।
দ্য টিম ফিনিক্সের প্রতিষ্ঠাতা শামিম রেজা বলেন, ‘সম্মেলনে অংশগ্রহণকারীদের হাতে-কলমে অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক জ্ঞানসহ বাস্তবমুখী কৌশল শেখানো হয়েছে। থ্রেট হান্টিং, ডিজিটাল ফরেনসিকস, ওপেন সোর্স ইন্টেলিজেন্স ও সাইবার সঙ্কট মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’
এক নজরে ‘ফিনিক্স সামিট ২০২৫’
কর্মশালা (১৯ – ২১ মে, ২০২৫):
সামিটের প্রথম তিন দিন ১৯ থেকে ২১ মে অব্দি অংশগ্রহণকারীদের জন্য ছিল বিশেষায়িত প্রশিক্ষণ এবং হ্যান্ডস-অন কর্মশালা। এই কর্মশালাগুলোতে সাইবার থ্রেট হান্টিং, ডিএনএস সিকিউরিটি এবং ডেভসেকঅপস-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়।

সম্মেলন (২২ – ২৪ মে, ২০২৫):
২২ থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হয় মূল সম্মেলন।
ব্লু টিম ডে (২২ মে): প্রতিরক্ষামূলক সাইবার নিরাপত্তার (ডিফেন্সিভ সাইবার সিকিউরিটি) উপর দিনব্যাপী বিভিন্ন কর্মশালা, সাইবার সিকিউরিটি ভিলেজ, ক্যাপচার দ্য ফ্ল্যাগ (সিটিএফ) প্রতিযোগিতা, কিনোট বক্তব্য, প্যানেল আলোচনা ইত্যাদি।
এন্টারপ্রাইজ ডে (২৩ মে): শিল্পখাতের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা ছাড়াও রয়েছে কর্মশালা, ভিলেজ, সিটিএফ, কিনোট, প্যানেল আলোচনা।
রেড টিম ডে (২৪ মে): আক্রমণাত্মক সাইবার নিরাপত্তার (অফেন্সিভ সাইবার সিকিউরিটি) বিভিন্ন দিক তুলে ধরা, বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত সেশন, কর্মশালা, সিটিএফ এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা সাইবার আক্রমণের কৌশল ও তা থেকে সুরক্ষার উপায় সম্পর্কে জানা ইত্যাদি।

সম্মেলনের মূল আকর্ষণ হিসেবে ছিল দেশি-বিদেশি খ্যাতনামা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, সিআইএসও, গবেষক এবং বৈশ্বিক নেতাদের কিনোট বক্তব্য।
এছাড়াও, সাইবার নিরাপত্তা খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ও নীতি নির্ধারকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একাধিক প্যানেল ডিসকাশন, যেখানে সাইবার নিরাপত্তার বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে অত্যাধুনিক প্রযুক্তি ও গবেষণার উদ্বোধন এবং ৫০টিরও বেশি এক্সিবিটর বুথে সর্বশেষ নিরাপত্তা উদ্ভাবন প্রদর্শিত করা হয়। বহুল প্রত্যাশিত ‘ক্যাপচার দ্য ফ্ল্যাগ’ (সিটিএফ) প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণীও ছিল এই সম্মেলনে।
‘ফিনিক্স সামিট ২০২৫’ এ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, সিআইএসও, গবেষক, বিশ্লেষক, সরকারি কর্মকর্তা, নীতি নির্ধারক, প্রতিরক্ষা, ব্যাংকিং, টেলিকম ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের পেশাজীবী এবং এই খাতে আগ্রহী শিক্ষার্থী ও তরুণ প্রযুক্তিবিদদের সহ এই সম্মেলনে ৫,০০০ এরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।