31 C
Dhaka
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

ভিপিএন ব্যবহার করা কতটা নিরাপদ ?

প্রযুক্তির উন্নতির সাথে সাথে সাইবার অপরাধমূলক কার্যকলাপ যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি ইন্টারনেটের মতো উন্মুক্ত প্লাটফর্মে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে বিশ্বব্যাপী ভিপিএনের ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। অন্যান্য প্রযুক্তির মতো এই ভিপিএন ব্যবহারে বেশ কিছু সুবিধা থাকলেও এর রয়েছে নানারকম নিরাপত্তা ঝুঁকি। চলুন জেনে নিই ভিপিএন এর সুবিধা ও নিরাপত্তা সম্পর্কিত বিস্তারিত।

ভিপিএন কি?

ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) হল এমন একটি প্রযুক্তি যা আপনার অনলাইন গোপনীয়তা রক্ষা করে এবং এমন এক ধরণের ভার্চুয়াল টানেল তৈরি করে যাতে আপনার তথ্যগুলো অন্যকেউ বুঝতে না পারে ৷ এটি আপনার নেটওয়ার্কে থাকা অন্যান্য ব্যবহারকারীদের আপনার ব্যক্তিগত তথ্য দেখতে এবং চুরি করতে বাঁধা দেয় ।

ভিপিএন কিভাবে কাজ করে?

আপনি যখন একটি ভিপিএন সার্ভিস ব্যবহার করেন, এটি মূলত আপনার ইন্টারনেট সংযোগকে সুরক্ষিত করে রাখে।  আপনার তথ্য প্রথমে একটি বিশেষ সার্ভারে পাঠানো হয় এবং তারপরে সেখান থেকে তথ্যগুলোকে আসল গন্তব্যে প্রেরণ করা হয়। ডেটা এমনভাবে রাখা হয় যে কেউ এটি অ্যাক্সেস করার চেষ্টা করবে তার পরিবর্তে ভিন্ন কিছু দেখতে পায়।

কিভাবে ভিপিএন নির্বাচন করবেন?

ভিপিএন নির্বাচন করার সময় কয়েকট বিষয় বিবেচনা করতে হবে, যেমনঃ

নির্ভরযোগ্যতাঃ একটি নিরাপদ ভিপিএন এর প্রধান দুইটি বৈশিষ্ট হলো এর আইপি এড্রেস এনক্রিপশন এবং এর টু-ফ্যাক্টর অথেনটিকেশন(2FA) সিষ্টেম। অনেক ভিপিএন সার্ভিস প্রোভাইডারাই এই সিকিউরিটিগুলো নিশ্চিত করতে পারে না। তাই কোনো কোম্পানীর ভিপিএন সার্ভিস জন্য সাইন আপ করার বা একটি সাবস্ক্রিপশন কেনার আগে এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।

গতিঃ ভিপিএন ব্যবহারের একটি বড় চিন্তার বিষয় হলো যে এটি ব্যবহারের ফলে আপনার ইন্টারনেটের স্পীড কমে যেতে পারে। কারণ ভিপিএন সার্ভারের মাধ্যমে আপনার ডেটা পাঠানোর ফলে একটি বাড়তি ওয়ার্কস্টশন যুক্ত হয়। তাই ভিপিএন সার্ভিস নেয়ার আগে এর গতির বিষয়টি বিবেচনা করতে হবে।

ব্যবহারকারীদের অভিজ্ঞতাঃ ভিপিএন সার্ভিস ব্যবহার করার আগে এটি কতটা জনপ্রিয় খুঁজে বের করতে হবে। ভিপিএন সম্পর্কিত বিভিন্ন ফোরামে এর রিভিও পড়ে নিতে হবে।

ভিপিএন ব্যবহার করা কতটা নিরাপদ ?

ভিপিএন ব্যবহার আপনার ডাটা যেকোন আইএসপির পর্যবেক্ষন থেকে রক্ষা করতে পারে। কিন্তু এমন যদি হয় ভিপিএন সেব প্রদানকারী কোম্পানিই আপনার তথ্য চুরি করা শুরু করলো? কিংবা আপনি অনলাইনে কী কী করছেন, সেগুলো সংরক্ষণ করা শুরু করলো? কিন্তু সেটা তখনই হবে যখন আপনি একটি ভুল ভিপিএন সার্ভিস প্রদানকারী কোম্পানির অ্যাপ্লিকেশন ব্যবহার করা শুরু করবেন। তাই স্বল্পমূল্যে বা বিনামূল্যে এসব দেখেই না নিয়ে আগে জানার চেষ্টা করুন ভিপিএন সার্ভিস প্রদানকারী কতটুকু বিশ্বস্ত। সেজন্য ওয়েবে একটু ঘাঁটাঘাঁটি করুন, জানার চেষ্টা করুন কোন ভিপিএন প্রদানকারী কোম্পানি আপনাকে কী কী সুবিধা দিচ্ছে।

লেখকঃ সামিউল হক সুমন, নেটওয়ার্ক প্রকৌশলী, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – বাংলাদেশ

Related posts

২০২৪ সালে ভূমিকম্পের যে সব অ্যাপ সেরা

Tahmina

ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট (IXP) কীভাবে কাজ করে?

TechShiri Admin

রাউটার কেন রিবুট দিবেন?

Tahmina

Leave a Comment