31 C
Dhaka
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

অপপ্রচার ও গুজব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করুন : পলক

টেকসিঁড়ি রিপোর্ট : সাম্প্রতিক সময়ে ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বেশকিছু নেগেটিভ কনটেন্ট ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে। অপপ্রচার ও গুজব ও সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিক সমাজের ভূমিকা অপরিসীম।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপ অনুষ্ঠানে এমন টা বলেন ডাক , টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

তিনি আরও বলেন, ডিজিটাইজেশনের প্রসারের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক দাঙ্গাসহ সামাজিক-রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য এখন বড় একটি চ্যালেঞ্জ। সে সংকটও অতিক্রম করতে কাজ করছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। ইন্টারনেটের নিরাপদ ব্যবহার ও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

মিথ্যা তথ্য-উপাত্ত ও গুজব রটনাকারিরা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে অপপ্রচার করতে না পারে, দেশের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে সে বিষয়ে সকল প্রশাসনকেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি অভাবনীয় এক চালিকা শক্তি। স্মার্ট হচ্ছে বাংলাদেশের অগ্রগতির লাইফ লাইন। তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয় ২৬ মিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১.৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। দেশের টেলিডেনসিটি শতকরা ৩০ ভাগ থেকে বৃদ্ধি পেয়ে ১০৯.১২ ভাগে উন্নীত হয়েছে। দেশে সোয়া ৫ লাখ কিলোমিটার ইন্টারনেট ব্রডব্যান্ড সংযোগ স্থাপন করা হয়েছে।

পলক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো যুগান্তকারী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হবে স্মার্ট বাংলাদেশ, যার চারটি ভিত্তি হবে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজব্যবস্থা। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণের ফলে গত সাড়ে ১৫ বছরে তথ্যপ্রযুক্তি খাতে ২০ লক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে। ইন্টারনেটের মূল্য অনেক কমিয়ে ওয়েবভিত্তিক কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ প্রসারিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ডিজিটাইজেশনের প্রসারের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক দাঙ্গাসহ সামাজিক-রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য এখন বড় একটি চ্যালেঞ্জ। সে সংকটও অতিক্রম করতে কাজ করছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। ইন্টারনেটের নিরাপদ ব্যবহার ও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

Related posts

২১ মার্চ নাসা ও স্পেসএক্স ৩০ তম কার্গো মিশন চালু করতে প্রস্তুত

Tahmina

এমডব্লিউসি’২৫-এ এআই, ইকো-টেক উদ্ভাবন দেখালো ইনফিনিক্স

Tahmina

৭ মার্চে আসছে টেলিটকের বিশেষ অফার

Tahmina

Leave a Comment