27 C
Dhaka
২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

বাতিল হয়নি টেন মিনিট স্কুলের বিনিয়োগ

টেকসিঁড়ি রিপোর্ট : জনপ্রিয় ই লার্নিং প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’-এ ৫ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব বাতিল হয় নি। হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ।

ওপর মহলের চাপে ফেইসবুকে এমন একটি স্ট্যাটাস দেয়া হলেও বিনিয়োগ বাতিল করা হয়নি বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (১৮ আগস্ট) স্টার্টআপ বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে ওই কর্মকর্তা বলেন, টেন মিনিট স্কুলে অফিসিয়ালি বিনিয়োগ বাতিল করা হয়নি। ওপর মহল থেকে চাপ প্রয়োগ করা হলে আমরা ফেসবুকে এমন একটি পোস্ট দিতে বাধ্য হয়েছি। টেন মিনিট স্কুল কর্তৃপক্ষকে অফিসে এনে একটি মিটিংয়ের মাধ্যমে তাদেরকে বিনিয়োগ প্রস্তাবের বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

টেন মিনিট স্কুল হারালো ৫ কোটি টাকার বিনিয়োগ

এর আগে গত ১৬ জুলাই স্টার্টআপ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে বিনিয়োগের প্রস্তাব বাতিলের খবর জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘স্টার্টআপ বাংলাদেশ টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে।’


Related posts

এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়া

Tahmina

শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে ন্যূনতম বয়সসীমার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া

Tahmina

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের নতুন মনিটাইজেশন প্রোগ্রাম

Tahmina

Leave a Comment