১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

২ লাখ টাকা সমমূল্যের ফ্যামেলি ট্যুরের অফার দিচ্ছে রিয়েলমি

টেকসিঁড়ি রিপোর্ট : ১২ মার্চ থেকে শুরু হলো রিয়েলমি’র ঈদ ক্যাম্পেইন, চলবে ঈদ পর্যন্ত। এতে গ্রাহকরা বিশেষ সব অফার উপভোগের সুযোগ পাবেন।

এ রমজানকে স্মরণীয় করে রাখতে ব্র্যান্ডটি গ্রাহকদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে অফার করছে দেশের বাইরে ২ লাখ টাকা সমমূল্যের ফ্যামেলি ট্যুর এবং দেশের অভ্যন্তরে ৮০ হাজার টাকা সমমূল্যের ফ্যামেলি ট্যুরও।

দেশজুড়ে রিয়েলমির সকল আউটলেটে এই অফারগুলো পেতে পারবেন গ্রাহকরা এবং এ ক্যাম্পেইনে উপহার হিসেবে সবার জন্যই থাকছে বিশেষ কিছু।

এছাড়া- রিয়েলমি তাদের বিশেষ কিছু ফোনের মডেল, যেমন- নোট ৬০এক্স, নোট ৬০, সি৬১, সি৬৩, সি৭৫ এবং রিয়েলমি ১২-এ “বাই ওয়ান গেট ওয়ান-বোগো” অফার দিয়েছে। আর তাই প্রিয়জনদের স্মার্টফোন উপহার দেবার মাধ্যমে গ্রাহকরা তাদের আনন্দ দ্বিগুণ করে তুলতে পারবেন।

বোগো অফারের পাশাপাশি রিয়েলমি ১২-এ ডিভাইসের দামও কমানো হয়েছে। ক্যাম্পেইনকালে ২৯,৯৯০ টাকার এই স্মার্টফোনটি পাওয়া যাবে ২৭,৯৯৯ টাকায়।

এছাড়া- রমজানের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিতে রিয়েলমি দিচ্ছে- বাডস টি১১০ এবং লাইভ স্ট্রিমিং স্ট্যান্ড; যাতে করে গ্রাহকরা তাদের প্রিয় মুহূর্তগুলো সহজেই বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে পারবেন।

পাশাপাশি রমজান মাস জুড়ে গ্রাহকরা বিনামূল্যে বাংলালিংক ডেটা বান্ডেল তো পাচ্ছেন-ই। রিয়েলমি বাংলাদেশ এবং রমজানের এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীদের নিকটস্থ রিয়েলমি আউটলেটে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।

Related posts

আইআইজিএবির সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব আহমেদ জুনায়েদ

Samiul Suman

টেলিকম এবং ডিজিটাল ইনোভেশন মেলায় বিএসসিএলের ২টি আইডিয়া

Tahmina

ইউটিউবে কপিরাইটযুক্ত গান মুছে ফেলার টুল যুক্ত হচ্ছে শীঘ্রই

TechShiri Admin

Leave a Comment