27 C
Dhaka
২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

১৩ জুন ১১৩ জন প্রশিক্ষনার্থীকে সনদ দেবে আইডিয়া প্রকল্প

টেকসিঁড়ি রিপোর্ট : তরুণ উদ্যোক্তাদের নিয়ে মে, ২০২৪ থেকে শুরু হয় মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম। দেশের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ও দক্ষ মেন্টরগণ এই আয়োজনে বিভিন্ন বিষয়ে সেশনগুলো পরিচালনা করেন। প্রশিক্ষণ শেষে চূড়ান্ত মূল্যায়নের পরে অংশগ্রহণকারীরা পাবেন প্রশিক্ষণ গ্রহণের সনদ।

আগামী ১৩ জুন ২০২৪ বৃহস্পতিবার প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে আইডিয়ার।

সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণে অংশ নিতে চলতি বছরের এপ্রিল মাস থেকে আবেদন করার প্রক্রিয়াটি শুরু হয়ে ৫ মে ২০২৪ পর্যন্ত চলমান থাকে।

৯৪২টি আবেদনের মধ্য থেকে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে আইডিয়া বেসিকস ১০১ এ ৩৭ জন, ভ্যালু সিস্টেম ১০১ এ ৩৪ জন এবং স্টার্টআপ ৩০১ এ ৪২ জন, মোট ১১৩ জন প্রশিক্ষণার্থীদের সুযোগ দেওয়া হয়।

আইডিয়া ভ্যালিডেশন ও বিজনেস মডেল ডিজাইন থেকে শুরু করে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, লিগ্যাল, মার্কেটিং সহ বিভিন্ন বিষয় এই কোর্সগুলোতে উদ্যোক্তাদের একদম হাতেখড়ি থেকে শেখানো হচ্ছে যার ফলে অংশগ্রহণকারীদের দক্ষতা এবং জ্ঞানের পরিসর বৃদ্ধির মাধ্যমে একটি পরিপূর্ণ স্টার্টআপ গঠনে তাদেরকে সহযোগিতা করছে।

আইডিয়া প্রকল্পের উদ্যোগে ও স্টুডেন্ট টু স্টার্টআপ (এসটুএস) ভেঞ্চারস লিমিটেড এর সহযোগিতায় আইডিয়া বেসিকস ১০১, ভ্যালু সিস্টেম ১০১ এবং স্টার্টআপ ৩০১ নামে ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে গত মে ২০২৪ থেকে শুরু হয় প্রশিক্ষণ কার্যক্রম।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। এরই আলোকে একটি দক্ষ ও শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গঠনের পাশাপাশি উদ্যোক্তা ও তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ’ শীর্ষক প্রকল্পের (আইডিয়া) এর উদ্যোগে আয়োজন করা হয়েছে স্টার্টআপ ও উদ্যোক্তাদের নিয়ে দক্ষতা উন্নয়মূলক প্রশিক্ষণ কার্যক্রম ‘আইডিয়া অ্যাকাডেমিক প্রোগ্রাম জুন ২৪ কোহোর্ট’।

Related posts

১০০% শুল্ক আরোপ হচ্ছে যুক্তরাষ্ট্রে নির্মিত নয় সিনেমায়

Tahmina

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’ বাজারে

Tahmina

শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে ন্যূনতম বয়সসীমার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া

Tahmina

Leave a Comment