২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩রা রজব, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

১৫ লাখ টাকার অবৈধ বেতারযন্ত্র জব্দ করলো বিটিআরসি

টেকসিঁড়ি রিপোর্ট : কিশোরগঞ্জ এবং নরসিংদী জেলায় গত ১৬ মে অভিযান চালিয়ে বিটিআরসি বিপুল পরিমাণ অবৈধ বেতার যন্ত্রপাতি নেটওয়ার্ক রিপিটার/বুস্টার এবং ওয়াকি-টকি জব্দ করেছে।

অভিযানে সর্বমোট ২৯টি রিপিটার/বুস্টার , ইনডোর এ্যান্টেনা-৪১, আউটডোর এ্যান্টেনা-৪২ এবং চার্জার ও সুইচ জব্দ করা হয়। মোট ৩৫ বিভিন্ন দোকান/বাসাবাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত অবৈধ বেতারযন্ত্রের আনুমানিক দাম ১৫ লাখ টাকা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) এর নিয়মিত অভিযান টীম ও বাংলাদেশ পুলিশ এর বিভিন্ন থানার যৌথ অভিযানে ১৩/০৫/২০২৪ থেকে ১৬/০৫/২০২৪ তারিখ পর্যন্ত নরসিংদী এবং কিশোরগঞ্জ জেলায় অভিযান চালিয়ে অনুমোদনহীন রিপিটার/বুস্টার, এ্যান্টেনা এবং সুইচ সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।

অবৈধ নেটওয়ার্ক রিপিটার/বুস্টার, জ্যামার এবং ওয়াকি-টকির বিরুদ্ধে কমিশনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। বিটিআরসি অনুমোদনবিহীন বেতার যন্ত্রপাতি ক্রয়/বিক্রয় এবং ব্যবহার হতে বিরত থাকতে বলছে, অন্যথায় কঠোর পদক্ষেপ নেয়া হবে।

Related posts

একটি প্রযুক্তিবান্ধব শহর হবে চট্রগ্রাম

Tahmina

ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার তৈরীর পথে বাংলাদেশ

Samiul Suman

দেশে বর্ষসেরা টিকটক কনটেন্ট ক্রিয়েটর নাদির

Tahmina

Leave a Comment