25 C
Dhaka
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

২৯ অক্টোবর আন্তর্জাতিক ইন্টারনেট দিবস

টেকসিঁড়ি রিপোর্ট : আধুনিক ইন্টারনেটের বিশ্ব-পরিবর্তনশীল প্রভাবকে স্বীকৃতি দিতে প্রতি বছর ২৯ অক্টোবর আন্তর্জাতিক ইন্টারনেট দিবস পালন করা হয়।

এই বছর ইন্সটিটিউট অভ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স ইন্টারনেটের ৫0 তম বার্ষিকী উদযাপন করেছে। তারা লাইফ ফেলো ভিনটন সার্ফ এবং রবার্ট কানের অবদানকে হাইলাইট করেছে। এই দুজন যারা টিসিপি / আইপি প্রোটোকল তৈরি করেছেন এবং ইন্টারনেটের আর্কিটেকচার ডিজাইন করেছেন যা আজকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের পথ প্রশস্ত করেছে।

এই দিনটি টেলিযোগাযোগ এবং প্রযুক্তির ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্তকে স্মরণ করে যা আমরা যে বিশ্বে বাস করি তা চিরতরে বদলে দিয়েছে। ১৯৬৯ সালে দুটি কম্পিউটারের মধ্যে প্রথম ইলেকট্রনিক বার্তা পাঠানো হয়েছিল।

Related posts

৩০ হাজার টাকার রাউটার ৫ লাখ ৮০ হাজার টাকায়!?

TechShiri Admin

ইনফিনিক্সের ভিআর ক্রিকেট ক্যাম্পেইনে অংশ নিলো ১ হাজারের বেশি দর্শক

TechShiri Admin

মাস্ক এবং জাকারবার্গ সংস্কৃতিকে দূষিত করেছে !?

Tahmina

Leave a Comment