25 C
Dhaka
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে ছবি,ফাইল পাঠানো যাবে

টেকসিঁড়ি রিপোর্টঃ মেটা জানিয়েছে, নতুন এ ফিচারের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট না থাকলেও হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠানো যাবে। যেখানে অফলাইনে শেয়ার হওয়া ফাইল সম্পূর্ণ অ্যান্ড-টু- অ্যান্ড এনক্রিপটেড থাকবে। তাই নিরাপত্তা নিয়েও চিন্তা থাকবে না।

বলা হয়েছে, যে সব ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে লোকাল ফাইল-শেয়ার করা যায়, সেসব ডিভাইসে একইভাবে হোয়াটসঅ্যাপ থেকে চলে যাবে ফাইল। এই ফিচার সাপোর্ট করবে এমন নিকটবর্তী ডিভাইস খুঁজে বের করার পাশাপাশি আপনার হোয়াটসঅ্যাপকে ছবি গ্যালারি ও সিস্টেম ফাইল ব্যবহারের অনুমতিও দেবে।

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ 2.24.9.22 (WABetaInfo-এর সৌজন্যে) থেকে স্ক্রিনশটগুলির মাধ্যমে উন্মোচিত হল যে স্থানীয় ফাইল-শেয়ারিং বৈশিষ্ট্যটি ব্যবহারকারীরা স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে কাছাকাছি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সাথে বিভিন্ন ধরণের ফাইল যেমন ফটো এবং নথি শেয়ার করতে পারে।

Related posts

বেসিসের সভাপতি রাশিদুল হাসান, সোহেল জ্যেষ্ঠ সহ-সভাপতি

Tahmina

‘ফান্সে ভিভাটেকে উদীয়মান প্রযুক্তি নিয়ে কাজ করছে বাংলাদেশের ১২ স্টার্টআপ’

Tahmina

এআই ডেটা সেন্টার নির্মানে ১০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ নিশ্চিত

Tahmina

Leave a Comment