27 C
Dhaka
১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

১৫ লাখ টাকার অবৈধ বেতারযন্ত্র জব্দ করলো বিটিআরসি

টেকসিঁড়ি রিপোর্ট : কিশোরগঞ্জ এবং নরসিংদী জেলায় গত ১৬ মে অভিযান চালিয়ে বিটিআরসি বিপুল পরিমাণ অবৈধ বেতার যন্ত্রপাতি নেটওয়ার্ক রিপিটার/বুস্টার এবং ওয়াকি-টকি জব্দ করেছে।

অভিযানে সর্বমোট ২৯টি রিপিটার/বুস্টার , ইনডোর এ্যান্টেনা-৪১, আউটডোর এ্যান্টেনা-৪২ এবং চার্জার ও সুইচ জব্দ করা হয়। মোট ৩৫ বিভিন্ন দোকান/বাসাবাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত অবৈধ বেতারযন্ত্রের আনুমানিক দাম ১৫ লাখ টাকা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) এর নিয়মিত অভিযান টীম ও বাংলাদেশ পুলিশ এর বিভিন্ন থানার যৌথ অভিযানে ১৩/০৫/২০২৪ থেকে ১৬/০৫/২০২৪ তারিখ পর্যন্ত নরসিংদী এবং কিশোরগঞ্জ জেলায় অভিযান চালিয়ে অনুমোদনহীন রিপিটার/বুস্টার, এ্যান্টেনা এবং সুইচ সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।

অবৈধ নেটওয়ার্ক রিপিটার/বুস্টার, জ্যামার এবং ওয়াকি-টকির বিরুদ্ধে কমিশনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। বিটিআরসি অনুমোদনবিহীন বেতার যন্ত্রপাতি ক্রয়/বিক্রয় এবং ব্যবহার হতে বিরত থাকতে বলছে, অন্যথায় কঠোর পদক্ষেপ নেয়া হবে।

Related posts

জনপ্রতি ৫০ হাজার টাকা অনুদান পাবে দেশের ৫ হাজার নারী উদ্যোক্তা

Tahmina

এআই শিক্ষণে ১২০ মিলিয়ন ডলার ফান্ড তৈরির ঘোষণা সুন্দর পিচাই’র

Tahmina

ডোমেইন শিল্পে আমরা শক্তিশালী অবস্থান নিতে চাই : পলক

Samiul Suman

Leave a Comment