29 C
Dhaka
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

২৯ অক্টোবর আন্তর্জাতিক ইন্টারনেট দিবস

টেকসিঁড়ি রিপোর্ট : আধুনিক ইন্টারনেটের বিশ্ব-পরিবর্তনশীল প্রভাবকে স্বীকৃতি দিতে প্রতি বছর ২৯ অক্টোবর আন্তর্জাতিক ইন্টারনেট দিবস পালন করা হয়।

এই বছর ইন্সটিটিউট অভ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স ইন্টারনেটের ৫0 তম বার্ষিকী উদযাপন করেছে। তারা লাইফ ফেলো ভিনটন সার্ফ এবং রবার্ট কানের অবদানকে হাইলাইট করেছে। এই দুজন যারা টিসিপি / আইপি প্রোটোকল তৈরি করেছেন এবং ইন্টারনেটের আর্কিটেকচার ডিজাইন করেছেন যা আজকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের পথ প্রশস্ত করেছে।

এই দিনটি টেলিযোগাযোগ এবং প্রযুক্তির ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্তকে স্মরণ করে যা আমরা যে বিশ্বে বাস করি তা চিরতরে বদলে দিয়েছে। ১৯৬৯ সালে দুটি কম্পিউটারের মধ্যে প্রথম ইলেকট্রনিক বার্তা পাঠানো হয়েছিল।

Related posts

আইসিটি বিভাগের চলতি অর্থবছরের প্রকল্প বাস্তবায়ন ৮৭.৪৭ শতাংশ

Tahmina

সকল ধরণের কানেক্টিভিটি তার থাকবে ভূ-গর্ভস্থ : পলক

Tahmina

ইউরোপিয়ান ইউনিয়নে এআই সহকারী চালু করতে যাচ্ছে মেটা

TechShiri Admin

Leave a Comment