টেকসিঁড়ি রিপোর্ট : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবস উদযাপনে আগামী ৭ এবং ৮ মার্চ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক মেয়েদের জন্য আয়োজন করতে যাচ্ছে ২ দিনব্যাপী বিশেষ রোবটিকস কর্মশালা। পৃথিবীর অন্য সকল সেক্টরের মত রোবটিকসেও এগিয়ে যাচ্ছেন নারীরা।
অংশ নিতে পারবে আগে কখনও আরডুইনো বা রোবটিকস নিয়ে কাজ করে নি এমন ৮ থেকে ১৮ বছর বয়সী মেয়ে শিক্ষার্থীরা।
আসন সংখ্যা – ২০ ( আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে)। রেজিস্ট্রেশনের শেষ সময় – ৫ মার্চ ২০২৫, রাত ১১ টা ৫০ মিনিট। ক্যাম্পের সময় – ৭ ও ৮ মার্চ ২০২৫, প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা। ক্যাম্প ভেন্যু – ধানমন্ডি, ঢাকা।
বিস্তারিত ও রেজিস্ট্রেশন করা যাবে এই লিংকে https://forms.gle/qkKEd6fCLVYFWa3R9।
এই ক্যাম্পে রোবটিকসে হাতেখড়ি নেয়া যাবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের কোচ এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেয়া মেয়ে শিক্ষার্থীদের থেকে। এই ক্যাম্প শেষে একজন মেয়ে শিশু হাতে কলমে ৭ টি রোবটিক্স প্রোজেক্ট সম্পন্ন করবে এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রস্তুতির বিস্তারিত ধারণা পাবে।