টেকসিঁড়ি ফিচারঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি গবেষণা, পড়াশোনা ও কনটেন্ট বিশ্লেষণ এর কাজেও ব্যবহৃত হচ্ছে। গবেষণা, লেখালেখি বা জ্ঞান অন্বেষণের কাজটি আরো সহজ করতে গুগল নিয়ে এসেছে একটি স্মার্ট এআই টুল নোটবুক এলএম। এটি এমনই একটি স্মার্ট নোটবুক, যা আপনার দেওয়া নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে কাজ করে প্রফেশনালদের জন্য একটি “পার্সোনালাইজড ভার্চুয়াল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট” হিসেবে সহযোগীতা করে।
আজকের ফিচারে আমরা জানবো NotebookLM কি এবং এর ১০টি গুরুত্বপূর্ণ ফিচার। লিখেছেন প্রকৌশলী সামিউল হক সুমন।
NotebookLM কী?
গুগলের তৈরি NotebookLM বর্তমান সময়ের অন্যতম সেরা এবং উদ্ভাবনী এআই (AI) টুল। এটি মূলত একটি এআই-চালিত নোট নেওয়ার এবং রিসার্চ করার প্ল্যাটফর্ম যা আপনার আপলোড করা নথি, নোট ও গবেষণা উপকরণ বুঝতে পারে ও গভীরভাবে বিশ্লেষণ করতে পারে। এটি গুগলের শক্তিশালী ল্যাঙ্গুয়েজ মডেল Gemini-এর ওপর ভিত্তি করে তৈরি। এর বিশেষত্ব হলো “সোর্স-গ্রাউন্ডিং” (Source-grounding)। অর্থাৎ, আপনি যে ডকুমেন্টগুলো (PDF, Google Docs, Website Link) আপলোড করবেন, এটি শুধুমাত্র সেই তথ্যগুলো ব্যবহার করে আপনার প্রশ্নের উত্তর দেবে।
NotebookLM-এর ১০টি গুরুত্বপুর্ণ ফিচার
১। সোর্স-গ্রাউন্ডিং (Source-Grounding)
এটি শুধুমাত্র আপনার আপলোড করা ফাইল থেকে তথ্য দেয়। ফলে এআই-এর ভুল তথ্য দেওয়ার (Hallucination) সম্ভাবনা নেই বললেই চলে।
২। অডিও ওভারভিউ (Audio Overview)
আপনার আপলোড করা বিশাল কোনো ডকুমেন্টকে এটি একটি পডকাস্টের রূপ দিতে পারে। দুইজন এআই হোস্ট নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে আপনার বিষয়টিকে সহজভাবে বুঝিয়ে দেয়। এখন এটি বাংলাসহ অনেক ভাষায় সাপোর্ট করে।
৩। ভিডিও ওভারভিউ (Video Overview)
২০২৬ সালের নতুন আপডেট অনুযায়ী, এটি এখন আপনার সোর্স থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ছোট ছোট ব্যাখ্যামূলক ভিডিও বা এক্সপ্লেইনার ভিডিও তৈরি করতে পারে।
৪। সাইটেশন বা রেফারেন্স (Citations)
এটি প্রতিটি উত্তরের পাশে ছোট নম্বর দিয়ে দেখিয়ে দেয় যে তথ্যটি আপনার ডকুমেন্টের ঠিক কোন পেজ বা প্যারাগ্রাফ থেকে নেওয়া হয়েছে। এতে তথ্যের সত্যতা যাচাই করা সহজ হয়।
৫। মাল্টি-সোর্স সাপোর্ট
আপনি একসাথে পিডিএফ (PDF), টেক্সট ফাইল, ওয়েবসাইট লিঙ্ক এবং এমনকি ইউটিউব ভিডিওর ইউআরএল (URL) সোর্স হিসেবে যোগ করতে পারেন।
৬। অটোমেটিক স্টাডি গাইড ও ফ্ল্যাশকার্ড
শিক্ষার্থীদের জন্য এটি চমৎকার একটি ফিচার। আপনার লেকচার নোট থেকে এটি নিজেই প্রশ্ন-উত্তর, কুইজ এবং ফ্ল্যাশকার্ড তৈরি করে দেয়।
৭। ইন্টারেক্টিভ মাইন্ড ম্যাপ (Mind Map)
জটিল বিষয়গুলোকে সহজে বোঝার জন্য NotebookLM এখন তথ্যের মধ্যে থাকা আন্তঃসংযোগগুলো একটি ডায়াগ্রাম বা মাইন্ড ম্যাপের মাধ্যমে দেখাতে পারে।
৮। ইউটিউব ভিডিও বিশ্লেষণ
ভিডিওর লিংক দিলে এটি পুরো ভিডিওর ট্রান্সক্রিপ্ট পড়ে আপনাকে সারাংশ (Summary) দিতে পারে এবং ভিডিওর নির্দিষ্ট অংশ নিয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে পারে।
৯। ইন্টারেক্টিভ মোড (Interactive Mode)
অডিও ওভারভিউ শোনার সময় আপনি চাইলে এআই হোস্টদের প্রশ্ন করতে পারেন। তারা আপনার সোর্সের ভিত্তিতে তৎক্ষণাৎ উত্তর দিয়ে আবার পডকাস্টে ফিরে যাবে।
১০। তথ্য নিরাপত্তা (Data Privacy)
গুগল নিশ্চিত করেছে যে, ব্যবহারকারীর আপলোড করা ডেটা তাদের মূল এআই মডেল ট্রেইন করার জন্য ব্যবহার করা হয় না। আপনার ডেটা আপনার কাছেই নিরাপদ থাকে।


