টেকসিঁড়ি রিপোর্ট : প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ মানবসম্পদের কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP) এবং ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং’ (BACCO)-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এক অনুষ্ঠানে বিপিও (BPO) ও আউটসোর্সিং খাতের জন্য দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এই চুক্তি সই হয়। SICIP-এর পক্ষে অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন এবং BACCO-এর পক্ষে সভাপতি তানভীর ইব্রাহিম চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির মূল লক্ষ্য ও বৈশিষ্ট্যসমূহ:
এই চুক্তির আওতায় ২০২৮ সালের মধ্যে দেশের তরুণ সমাজকে কর্মমুখী করে গড়ে তুলতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে:
- ১০,০০০ প্রশিক্ষণার্থী: দেশজুড়ে ১৫টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে মোট ১০ হাজার যুবক-যুবতীকে অত্যাধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।
- নিশ্চিত কর্মসংস্থান: প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের মধ্যে অন্তত ৬৫ শতাংশের চাকরি নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- নারী ক্ষমতায়ন: লৈঙ্গিক সমতা রক্ষায় এই প্রকল্পে প্রশিক্ষণার্থীদের অন্তত ৩০ শতাংশ নারী হওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।
- বিশেষায়িত কোর্স: বর্তমান বাজারের চাহিদার সাথে সংগতি রেখে মোট ৮টি বিশেষায়িত কোর্স পরিচালনা করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে SICIP-এর পক্ষ থেকে যুগ্ম সচিব মাইনুল হাসান এবং উপ-সচিব ভূঁইয়া মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বাক্কো’র পক্ষ থেকে সাধারণ সম্পাদক ফয়সাল আলিম, সহ-সভাপতি মোঃ তানজীরুল বাশার, অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক, পরিচালক সায়মা শওকত এবং নির্বাহী পরিচালক লেঃ কর্নেল মোঃ মাহতাবুল হক, পিএসসি (অব.) উপস্থিত ছিলেন। এই যৌথ উদ্যোগটি বাংলাদেশের বিপিও শিল্পে দক্ষ জনবলের ঘাটতি পূরণ করবে এবং তরুণদের জন্য আধুনিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


