টেকসিঁড়ি রিপোর্ট : টিকটক আমেরিকা এবং ব্রাজিলের বাজারের জন্য নিরবে পাইন ড্রামা , ‘PineDrama’ নামে একটি নতুন শর্ট ড্রামা অ্যাপ চালু করেছে।
এই অ্যাপটি মূলত ছোট ছোট টেলিভিশন নাটকের সমাহার, যেখানে প্রতিটি পর্ব মাত্র এক মিনিটের মতো হয়ে থাকে। অনেকটা টিকটক ব্যবহারের অভিজ্ঞতার মতোই, তবে এখানে প্রতিটি ভিডিওই কোনো না কোনো কাল্পনিক গল্পের অংশ।
পাইনড্রামা বর্তমানে আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বর্তমানে এটি বিজ্ঞাপনমুক্ত থাকলেও ভবিষ্যতে বিজ্ঞাপনের সংযোজন হতে পারে।
অ্যাপটির ‘ডিসকভার’ ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা ট্রেন্ডিং বা সব ধরণের ড্রামা খুঁজে নিতে পারবেন। এছাড়া টিকটকের মতো এখানেও ব্যবহারকারীর পছন্দের ওপর ভিত্তি করে ভার্টিক্যাল ফিডে ভিডিও সাজেস্ট করা হয়। অ্যাপটিতে থ্রিলার, রোমান্স এবং ফ্যামিলি ড্রামাসহ বিভিন্ন ঘরানার কন্টেন্ট রয়েছে। এর উল্লেখযোগ্য কিছু সিরিজ হলো— ‘Love at First Bite’ এবং ‘The Officer Fell for Me’।
ব্যবহারকারীদের সুবিধার্থে অ্যাপটিতে ‘ওয়াচ হিস্ট্রি’ রাখা হয়েছে, যাতে সহজেই আগের দেখা সিরিজগুলো পুনরায় শুরু করা যায়। প্রিয় ড্রামাগুলো সেভ করে রাখার জন্য আছে ‘ফেভারিটস’ সেকশন। এছাড়া দর্শকরা কমেন্ট সেকশনে নিজেদের মতামত শেয়ার করতে পারবেন এবং কোনো ক্যাপশন বা সাইডবার ছাড়াই ফুল-স্ক্রিন মোডে ভিডিও উপভোগ করতে পারবেন।
টিকটক গত বছরের শেষের দিকে তাদের মূল অ্যাপে ‘টিকটক মিনিস’, ‘TikTok Minis’ সেকশন চালুর মাধ্যমে এই পথে যাত্রা শুরু করেছিল। তবে বর্তমানে ReelShort এবং DramaBox এর মতো জনপ্রিয় মাইক্রোড্রামা প্ল্যাটফর্মগুলোর সাথে সরাসরি টেক্কা দিতেই আলাদা অ্যাপ হিসেবে PineDrama আনা হয়েছে। ভ্যারাইটির রিপোর্ট অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এই মাইক্রোড্রামা ইন্ডাস্ট্রির বার্ষিক আয় ২৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
অল্প সময়ের কন্টেন্ট বা শর্ট-ফর্ম স্টোরিটেলিং সবসময় সফল হয় নি। ২০২০ সালে ১.৭৫ বিলিয়ন ডলার বিনিয়োগে ‘কুইবি’ (Quibi) নামে একটি প্ল্যাটফর্ম চালু হলেও ছয় মাসের মাথায় তা বন্ধ হয়ে যায়। কুইবি মূলত হলিউড স্টাইলের বড় কন্টেন্টকে ছোট করার চেষ্টা করেছিল।
বিপরীতে, ReelShort বা PineDrama-র মতো অ্যাপগুলো সস্তা বাজেটের হুক-ধর্মী গল্প, একের পর এক টুইস্ট এবং সাবান-অপেরার মতো রোমান্স বা প্রতিশোধের গল্পের ওপর ভিত্তি করে সফল হচ্ছে। টিকটক এখন তাদের বিশাল ইউজার বেস ব্যবহার করে এই নতুন মিডিয়া ক্যাটাগরিতেও আধিপত্য বিস্তার করতে চাইছে।


