29 C
Dhaka
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

বাংলাদেশে চলতি বছরই চালু হতে পারে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস

টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশে চলতি বছরই চালু হতে পারে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে ইতোমধ্যে ভুটানকে ইন্টারনেট সেবা দিচ্ছে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের স্টারলিংক। 

প্রতিবেদনে বলা হয়, স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা এখন ভুটানেও পাওয়া যাচ্ছে। মূলত স্থল ভূখণ্ড, বায়ু পরিসর এবং সামুদ্রিক আরও অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে লো-অরবিট, লো-লেটেন্সি স্যাটেলাইট এই ইন্টারনেট সেবা চালুর চেষ্টা করছে ইলন মাস্কের মালিকানাধীন প্রযুক্তি সংস্থা স্পেসএক্স।

মূলত ১১ ফেব্রুয়ারি প্রকাশিত হালনাগাদ তথ্যে স্টারলিংক তার এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে তার একটি মাত্রচিত্র সামনে এনেছে। এতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র, কানাডা, মঙ্গোলিয়া এবং ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো ভুটানও এখন এই স্যাটেলাইট ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারছে।

জানা যায়, মূলত বাংলাদেশে স্টারলিংকের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু নেই। তবে এই পরিষেবা চালু করার কাজ চলছে। মূলত স্টারলিংক কয়েক বছর ধরেই বাংলাদেশের বাজারে এই সেবা নিয়ে ঢোকার চেষ্টা করে আসছে। আর গত বছর তাদের একটি দল ঢাকায় এসে বিনিয়োগ বোর্ডের সাথে বৈঠক করে গেছে।

এদিকে স্টারলিংক কোম্পানির এই প্রযুক্তি ভারতে চালুর বিষয়ে দেশটির নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাভের প্রক্রিয়া ঝুলে রয়েছে এবং মিয়ানমারে কবে এই পরিষেবা চালু হবে তা এখনও অজানা।

মূলত সাধারণ ইন্টারনেট সেবা যেখানে পৌঁছানো যায় না সেখানে সেবা দিতে সক্ষম স্টারলিংক। বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা দিতে পাঁচ বছর আগে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছিল স্টারলিংক। বিশ্বের কমপক্ষে ৫০টি দেশে স্টারলিংকের কার্যক্রম রয়েছে। গত বছরের জুলাই মাসে স্টারলিংকের প্রযুক্তি বাংলাদেশে এনে পরীক্ষা করা হয়েছিল। সংস্থাটির উদ্দেশ্য বিশ্বব্যাপী গ্রামীণ ও দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা।

Related posts

দেশে পাওয়া যাচ্ছে ইনফিনিক্সের বাজেট ফোন স্মার্ট ৮ প্রো

Tahmina

অসৎ কৌশলের অভিযোগে মাস্কের বিরুদ্ধে মামলা করলো ওপেনএআই

Tahmina

ব্রডব্যান্ড ইন্টারনেট পাচ্ছে দেশের সাড়ে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়

TechShiri Admin

Leave a Comment