১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ করালো বিএনএনআরসি

টেকসিঁড়ি রিপোর্ট : বরিশালে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর উদ্যোগে বরিশাল বিডিএস মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ।

বরিশাল অঞ্চলে প্রশিক্ষণটি আয়োজনে সহযোগি সংগঠন হিসেবে সামগ্রিক সহায়তা প্রদান করছে স্পিড ট্রাস্ট। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্পিড ট্রাস্ট এর মিশন হেড, এএইচএম শামসুল ইসলাম দীপু। প্রশিক্ষণ পরিচালনা করেন বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর হীরেন পণ্ডিত।

তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এর অপব্যবহারও বেড়ে চলেছে, বেড়েছে প্রযুক্তির সহায়তায় হয়রানিও। সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ প্রতিনিয়ত অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই নারী।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের ৭৮% এরও বেশি নারী প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন। বরিশাল অঞ্চলে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নারী প্রধান নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধি, নারী নেত্রী, মানবাধিকার সুরক্ষা প্রদানকারীদের ভূমিকা জোরালো করার লক্ষ্যে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্দেশ্য ছিলো প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোথ সম্পর্কে নাগরিক সমাজ সংগঠনের নারী প্রতিনিধি, নারী নেত্রী, মানবাধিকার সুরক্ষা প্রদান সংস্থার নারী প্রতিনিধিদের ধারণা প্রদান এবং সচেতনতা বৃদ্ধি।

প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে নাগরিক সমাজ সংগঠনের কর্ম পরিকল্পনা নির্ধারণ এবং তা বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা-এর শিকার বা ভুক্তভোগীদের আইনগত প্রতিকার প্রাপ্তিতে সহায়তা প্রদানে সচেষ্ট করা।

প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়বে। পাশাপাশি প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার- ভিত্তিক সহিংসতার শিকার বা ভুক্তভোগীরা আইনগত সহায়তা প্রদান সংস্থাসমূহ থেকে প্রতিকার গ্রহণে উৎসাহী হবেন।

প্রশিক্ষণার্থীরা প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতার প্রভাব সম্পর্কে অবহিত হন। এই সহিংসতা তুলনায় কম গুরুতর বা কম ক্ষতিকারক হিসেবে বিবেচিত হলেও এর ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়, কিন্তু গবেষণায় দেখা যায় যে, এটি নারী ও মেয়েদের স্বাস্থ্য, জীবন এবং ভবিষ্যতের ওপর গুরুতর প্রভাব ফেলে, যা নারী ও মেয়েদের নিরাপত্তা এবং সমন্বয়ের জন্য অত্যন্ত বিপজ্জনক হুমকি সৃষ্টি করে।

মানসিক স্বাস্থ্যের ওপরও প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা-এর প্রভাবগুলো গুরুতর: স্ট্রেস, উদ্বেগ, বিষন্নতা, পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, আত্মহত্যার চিন্তাভাবনা এবং এমনকি আত্মহত্যার প্রচেষ্টাও রিপোর্ট করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা থেকে সামলে ওঠা ব্যক্তিরা প্রায়ই কলঙ্কিত ও দোষী সাব্যস্ত হয় এবং তাদের ভাবমূর্তিও ক্ষুন্ন হয়, যা তাদের সামাজিক জীবনের অনেক দিকে প্রভাব বিস্তার করে।

যখন নারীরা তাদের পেশাগত জীবনের জন্য অনলাইন স্পেসের উপর নির্ভর করে, তখন প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা তাদের আর্থিক সুযোগ এবং সম্পদের প্রবেশের উপরও গুরুতর প্রভাব ফেলে।

এছাড়াও, প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা অনলাইনে নারীদের উপস্থিতি/অংশগ্রহণ থামিয়ে দেয় এবং জনসাধারণের ও রাজনৈতিক জীবনে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং নেতৃত্বের ভূমিকায় তাদের অংশগ্রহণ হ্রাস করে।

ফলস্বরূপ, প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা পিতৃতান্ত্রিক ভূমিকা, নিয়ম এবং কাঠামোকে শক্তিশালী করে; জেন্ডার সমতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে একটি বাধা হয়ে দাঁড়ায়।

সবশেষে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা আমরা কি কি করতে পারি তা নিয়ে আলোচনা করা হয়। সরকার, পেশাজীবী সংগঠন, যুব সংগঠন, টেকনোলজি কোম্পানী, গণমাধ্যম, বিটিআরসি এবং ব্যক্তিপর্যায়ে নিজ নিজ অবস্থান থেকে এই সহিংসতা প্রতিরোধে কাজ করতে হবে।

বিএনএনআরসি-এর কর্মপ্রচেষ্টা হলো গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ- সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন।

Related posts

শাওমির পরবর্তী স্মার্টফোনে গুগলের জেমিনাই অন্তর্ভুক্তি তুলে ধরলেন বাংলাদেশের জাহিদ সবুর

TechShiri Admin

বুয়েট ও আইইউটি ক্যাম্পাস রিক্রুট করল থেরাপ বিডি

Samiul Suman

নগর থেকে ইন্টারনেটের ঝুলন্ত তার অপসারন চাই, আইএসপিএবি’র কার্যালয় উদ্বোধনে পলক

Tahmina

Leave a Comment