টেকসিঁড়ি রিপোর্ট : গত এক বছরে www.techshiri.com প্রযুক্তি জগতের এক নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে। প্রযুক্তি সম্পর্কিত খবর, টিউটরিয়াল, ইভেন্ট এবং ফিচারের মাধ্যমে পাঠকদের আপডেটেড ও সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছে।
এ প্রসংগে সম্পাদক সামিউল হক বলেন, এই এক বছরে আমাদের পথচলা সহজ ছিল না, কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই আমাদের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি।
তিনি জানান, এই বিশেষ উপলক্ষ্যে টেকসিঁড়ি খুব শীঘ্রই আয়োজন করতে চলেছে একটি আনন্দঘন উদযাপন অনুষ্ঠান। যেখানে থাকছে প্রযুক্তি বিষয়ে বিশেষ আলোচনা, কুইজ এবং আরও অনেক চমকপ্রদ আয়োজন। আমাদের সাথে থাকবেন প্রযুক্তি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা, যারা শেয়ার করবেন তাঁদের অভিজ্ঞতা ও মূল্যবান মতামত।
আমরা চাই আমাদের সকল পাঠক ও শুভানুধ্যায়ীরা এই উদযাপনের অংশ হোন। তিনি এই আনন্দের মুহূর্তে আমাদের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানান।
পাঠকদের ভালোবাসা ও সমর্থনের জন্য টেকসিঁড়ি পরিবার আন্তরিক কৃতজ্ঞ। এই যাত্রা ছিল অসাধারণ, আর সামনে রয়েছে আরও অনেক সম্ভাবনা। একসঙ্গে চলি, একসঙ্গে গড়ি প্রযুক্তির এক নতুন দিগন্ত।