টেকসিঁড়ি রিপোর্ট : ২৩ জুলাই ‘টেলিকম এবং ডিজিটাল ইনোভেশন মেলা ২০২৫’-এ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) অংশগ্রহণ করে। ৭২টি জমাকৃত আইডিয়ার মধ্য থেকে নির্বাচিত ৩২টি আইডিয়ার মধ্যে বিএসসিএলের ২টি উদ্ভাবনী আইডিয়া স্থান পায়।
সহকারি ব্যবস্থাপক (সহকারি আর এফ ইঞ্জিনিয়ার) সাদমান আল ফারাবী উপস্থাপন করেন ‘Integration of LEO Satellite Terrestrial Networks for Bangladesh: A Feasibility Study’ এবং সহকারি ব্যবস্থাপক (সহকারি আর এফ ইঞ্জিনিয়ার) মোঃ মিজানুল হক উপস্থাপন করেন ‘LEO Satellite Based IoT Connectivity as-a-Service’।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে অনুষ্ঠিত প্রযুক্তি ও উদ্ভাবনের এ আয়োজনে বিএসসিএলের অংশগ্রহণ প্রশংসা অর্জন করে। মেলায় বিএসসিএলের স্টল পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) জহিরুল ইসলাম এবং আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএসসিএলের ঊর্ধ্বতন ব্যবস্থাপক (জেনারেল সার্ভিসেস এন্ড আইটি) (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মুনতাসিরুর রহমান, ঊর্ধ্বতন ব্যবস্থাপক (ব্রডকাস্ট সার্ভিসেস এন্ড ওভারসিজ সেলস) মোঃ শফিউল আজম এবং ব্যবস্থাপক (জেনারেল সার্ভিসেস) (ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরে সংযুক্ত) তানভীর আহমেদ রিজভীসহ কর্মকর্তাবৃন্দ।
২৩ জুলাই ২০২৫ , বুধবার রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে ১ দিনব্যাপী “টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২৫” অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এই মেলা জনসাধারণের জন্য উম্মুক্ত ছিল ।
আরও পড়ুন