টেকসিঁড়ি রিপোর্টঃ আজ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো “ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে ২০২৫”। জাতিসংঘ ঘোষিত এই দিনটি প্রতি বছর ১৭ই মে বিশ্বব্যাপী উদযাপিত হয়, যার মূল উদ্দেশ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (ICT) মাধ্যমে ডিজিটাল অন্তর্ভুক্তি এবং উন্নয়নের সুযোগ প্রসারিত করা।

চলতি বছরের প্রতিপাদ্য ছিল: “Digital Innovation for Sustainable Development” বা “টেকসই উন্নয়নের জন্য ডিজিটাল উদ্ভাবন”। এ উপলক্ষে বিটিআরসি আয়োজিত আলোচনা সভা, সেমিনার এবং প্রদর্শনীতে অংশগ্রহণ করেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, টেলিযোগাযোগ খাতের বিশেষজ্ঞ, গবেষক, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল মো: এমদাদ উল বারী (অব.) সহ অনেকেই। অনুষ্ঠানে বিভিন্ন প্রযুক্তিপণ্যের প্রদর্শনী, প্যানেল আলোচনা এবং তরুণ উদ্ভাবকদের আইডিয়া পিচিং সেশন আয়োজন করা হয়। অনুষ্ঠানে টেলিকম অপারেটর, আইসিটি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, শিক্ষার্থী ও মিডিয়া প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিস্তারিত আসছে…