24 C
Dhaka
১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

অনলাইনে মাদক বিক্রি বন্ধে প্রযুক্তি জায়ান্টদের সাথে বসছে ট্রাম্প প্রতিনিধি দল

টেকসিঁড়ি রিপোর্ট : অনলাইনে মাদক বিক্রি বন্ধে প্রযুক্তি জায়ান্ট গুগল, মাইক্রোসফট, মেটা, স্ন্যাপ ও টিকটকের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিম। চলতি মাসের মাঝামাঝিতে বৈঠক করতে চায় তারা। সোমবার দ্য ইনফরমেশনের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার গুগল, মাইক্রোসফট, মেটা, স্ন্যাপ ও টিকটকের কাছে ই–মেইলের মাধ্যমে একটি ফোনালাপের আমন্ত্রণ জানিয়েছে ট্রাম্পের প্রথম মেয়াদের মাদক নীতির প্রধান জিম ক্যারলের একজন প্রতিনিধি এবং ট্রানজিশন টিম। অনলাইনে মাদক বিক্রি নিয়ন্ত্রণের বাধাগুলো নিয়ে প্রতিষ্ঠানগুলোর মতামত শুনতে চায় ট্রানজিশন টিম। পাশাপাশি তাদের অগ্রাধিকারগুলো জানতে চায় তারা।

গুগল, মাইক্রোসফট, মেটা, স্ন্যাপ, টিকটক এবং ট্রাম্পের টিমের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করে নি।

যুক্তরাষ্ট্রে মেক্সিকো ও কানাডা থেকে ফেন্টানিলের মতো মাদক আসা বন্ধ করতে তৎপর ট্রাম্প। তিনি মেক্সিকোকে এ বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। মাদক পাচার ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ করতে না পারলে মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি ।

এর আগে মার্চ মাসে ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা যায়, ফেসবুক ও ইনস্টাগ্রামে মাদক বিক্রি থেকে মেটা কোনো মুনাফা পাচ্ছে কি না বা এ ক্ষেত্রে মেটার কোনো ভূমিকা রয়েছে কি না—এটি খতিয়ে দেখেছিলেন মার্কিন প্রসিকিউটররা।

গত জানুয়ারিতে ফেন্টানিলসহ বিভিন্ন ভেজাল ওষুধ তৈরির ডিভাইস কেনাবেচা বন্ধে পর্যাপ্ত নিয়মনীতি না থাকায় ই–কমার্স সাইট ইবে–কে ৫৯ মিলিয়ন ডলার জরিমানা করা হয়। এ ছাড়া মাদক বিক্রি বন্ধে তাদের নীতিমালা আরও উন্নত করতে রাজি হয় তারা।

Related posts

আইসিটি অফিসার নিচ্ছে ওশেন প্যারাডাইস

Tahmina

বিতর্কিত সংস্থা এনটিএমসি বিলুপ্তির দাবি

Tahmina

ভয়েস চুরি ও এআই ক্লোন করায় প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে মামলা

Tahmina

Leave a Comment