৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

ভিউজে বদলাচ্ছে মেটার ৩ সামাজিক মাধ্যম

টেকসিঁড়ি রিপোর্ট : ভিউজকে কেন্দ্রে নিয়ে আসার পাশাপাশি বিদ্যমান ভিডিও মেট্রিকসে পরিবর্তন আনছে ফেইসবুক। ফেইসবুক ও ইনস্টাগ্রামের পাশাপাশি মেটার অপর সামাজিক মাধ্যম থ্রেডসেও একই ধ্যানধারণা চালু হতে যাচ্ছে।

সম্প্রতি এই পরিবর্তনের বিষয়ে একটি আনুষ্ঠানিক পোস্ট দিয়েছে ফেইসবুক। ফেইসবুক জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউজাররা এই পরিবর্তনের প্রতিফলন দেখবেন ‘মেটা বিজনেস স্যুট’ ও ‘প্রফেশনাল ড্যাশবোর্ডে’।

‘ওয়াচ টাইমের’ (মোট কতক্ষণ সময় রিল বা ভিডিওটি চলেছে) বদলে ‘মিনিটস ভিউড (কত মিনিট দেখা হয়েছে)’ ও ‘এভারেজ মিনিটস ভিউড (গড় মিনিট)’ নামে দুইটি মানদণ্ড চালু করবে ফেইসবুক।

রিচ, থ্রি সেকেন্ড ভিউস, ওয়ান মিনিট ভিউস, রিয়েকশন, কমেন্টস বা শেয়ারের ক্ষেত্রে কোন দৃশ্যমান পরিবর্তন আসছে না।

প্রথাগতভাবে ফেইসবুকে কন্টেন্ট কেমন করছে, তা বোঝাতে রিয়েকশনের (লাভ, লাইক, স্যাড) সংখ্যাই ছিল একমাত্র দৃশ্যমান মানদণ্ড বা মেট্রিকস। প্রফেশনাল বা ভেরিফায়েড প্রোফাইল না থাকলে ভিডিও ছাড়া অন্যান্য কন্টেন্টের ‘ভিউ’ জানার তেমন কোনো উপায় ছিল না।

ফেইসবুকের এক সাম্প্রতিক আপডেটে জানা গেছে, ভিউস বা কতজন একটি পোস্ট দেখেছেন, সেটাই হতে যাচ্ছে কন্টেন্টের গুণমান বিচারের প্রাথমিক মানদণ্ড।

এতদিন পর্যন্ত ভিউস বলতে মূলত ‘ভিডিও দেখা’ বোঝানো হলেও ফেইসবুকের সব কন্টেন্টের ক্ষেত্রেই এটা এখন থেকে অনুসরণ করা হবে, যেমন ছবি, লিখিত পোস্ট ও অন্যান্য কন্টেন্ট।

রিলসের মতো ভিডিওর ক্ষেত্রে যতবার এই ভিডিও দেখা হবে, ততগুলো ‘ভিউ’ কাউন্ট করা হবে। অন্যান্য কন্টেন্টের ক্ষেত্রে যতবার সেটি কোন এক ইউজারের স্ক্রিনে দৃশ্যমান হবে, ততগুলো ভিউ কাউন্ট করা হবে। এ ক্ষেত্রে একই ইউজার বারবার একই কন্টেন্ট দেখলেও ভিউয়ের সংখ্যা বাড়তে থাকবে।

এ বছরের শুরুতে ইনস্টাগ্রামে এই মানদণ্ড চালু হয়েছে। ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোজ্জেরি ব্যাখ্যা দেন, একক মানদণ্ডের ব্যবহারে ক্রিয়েটররা বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের কন্টেন্টের কার্যকারিতা সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন।

Related posts

সৌদি প্রবাসী ৬৯ হাজার অনিবন্ধিত ব্যক্তির পাসপোর্ট নবায়ন হবে দ্রুত

Tahmina

‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ করালো বিএনএনআরসি

Tahmina

হটলাইন নম্বর এবং ওয়েবসাইট চালু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের

Tahmina

Leave a Comment