৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, সঙ্গে দৈনিক ২০০ টাকা ভাতা

টেকসিঁড়ি রিপোর্ট : বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর। কোনো ধরনের ভর্তি ফি ছাড়াই প্রশিক্ষণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এছাড়া পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়ে দৈনিক ২০০ টাকা ভাতা পাওয়ারও সুযোগ রয়েছে প্রশিক্ষার্থীদের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’–এর আওতায় দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনা মূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ইতোমধ্যে নতুন ব্যাচে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে। এ পর্যায়ে আবেদনের সুযোগ পাচ্ছেন ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নতুন ব্যাচে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

এই কোর্সের জন্য কোনো ধরনের ফির প্রয়োজন নেই। যোগ্য প্রার্থীদের আগামী ২২ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২৪ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৬ সেপ্টেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণের পাশাপাশি দৈনিক ২০০ টাকা হারে ভাতাও পাবেন।

আগ্রহী প্রার্থীরা নিচের লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর আবেদন করা যাবে আগামী ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখ পর্যন্ত।

আবেদন করার লিংকঃ https://e-laeltd.com/student-reg-jubo

Related posts

২০ মে থেকে হার্ডওয়্যার ট্রাবলশ্যুটিং বিষয়ে ট্রেনিং

Tahmina

১৫% ছাড়ে ক্যাসপারস্কির অনলাইন এক্সপার্ট ট্রেনিং

Tahmina

ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রকল্প শুরু করলো বাক্কো

TechShiri Admin

১ comment

MD TANJIRUL জানুয়ারি ৭, ২০২৫ at ৩:১৭ অপরাহ্ণ

আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই

Reply

Leave a Reply to MD TANJIRUL Cancel Reply