28 C
Dhaka
২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪ রেজিষ্ট্রেশন শেষ হচ্ছে বৃহস্পতিবার

টেকসিঁড়ি রিপোর্টঃ নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪ এর শেষ মুহুর্তে রেজিষ্ট্রেশন চলছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজনে এবারো প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের রেজিষ্ট্রেশন শেষ হবে ৫ সেপ্টেম্বর ২০২৪।

২০১২ সাল থেকে শুরু করে নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জে এখন পর্যন্ত ১৮৫ টিরও বেশি দেশ ও অঞ্চলে থেকে প্রায় দুইলক্ষের এর বেশি প্রতিযোগী এই প্রতিযোগীতায় অংশগ্রহন করেছে। বেসিস, এই ইভেন্টের বাংলাদেশে টানা দশ বছর ধরে আয়োজন করে আসছে।

গতবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ১৫২টি দেশ থেকে ৮ হাজার ৭১৫টি দলে ৫৭ হাজার ৯৯৯ শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারীর সংখ্যা বিচারে এবারের আয়োজন ছিল সবচেয়ে বড়। ৩০টি বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ৫ হাজার ৫৫৬টি প্রকল্প উপস্থাপন করা হয়। ‘বেস্ট স্টোরিটেলিং’ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দলটি প্রতিযোগিতায় ‘এভরিথিং স্টার্টস উইথ ওয়াটার’ প্রকল্প প্রদর্শন করে। প্রকল্পের মাধ্যমে পৃথিবীর পানি প্রবাহের পথ প্রদর্শনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে পানির ভূমিকাও তুলে ধরে দলটি।

উল্লেখ্য, ২০১৮ সালে নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ‘বেস্ট ইউজ অব ডেটা’ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘টিম অলীক। ২০২১ সালে ‘বেস্ট মিশন কনসেপ্ট’ বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া দল ‘টিম মহাকাশ’। ২০২২ সালে ‘মোস্ট ইন্সপিরেশনাল’ বিভাগে চ্যাম্পিয়ন হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘টিম ডায়মন্ডস’।

বিস্তারিত জানতে প্রবেশ করুন নিচের লিংকে।

https://nsac.basis.org.bd

Related posts

উদ্বোধন হলো এআইইউবি সিএস ফেষ্ট ২০২৪

Samiul Suman

এআইইউবি’তে সিএস ফেস্ট ২৫ এপ্রিল থেকে শুরু

Samiul Suman

বিডিএসআইজি’র ৮ম আয়োজন শুরু ২৫ এপ্রিল

Tahmina

Leave a Comment