১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

ন্যাশনাল নাম্বারস কার্নিভালে চ্যাম্পিয়ন বুয়েট, এনডিসি

টেকসিঁড়ি রিপোর্ট : বুয়েট ব্রেইন টিজার ক্লাব (Buet Brain Teaser Club) কর্তৃক আয়োজিত সংখ্যা এবং যুক্তির মহোৎসব “National Numbers Carnival 2025”, ২৭ জুন , শুক্রবার, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে ।

এই কার্নিভালটি শিক্ষার্থীদের জন্য তৈরী করেছে একটি প্ল্যাটফর্ম যেখানে তারা তাদের গাণিতিক জ্ঞান এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করতে পারবে।

বুয়েট ব্রেইন টিজার ক্লাব বুদ্ধি, সৃজনশীলতা এবং গাণিতিক প্রতিভার এক রোমাঞ্চকর প্রদর্শনের পর, কার্নিভালের সকল বিভাগের অসাধারণ বিজয়ীদের নাম ঘোষণা করেছে ।

কার্নিভাল ২০২৫ এর বিজয়ীরা হলেন,

গণিত অলিম্পিয়াড (বিশ্ববিদ্যালয়) প্রতিযোগিতায় প্রথম দীপ রঞ্জন সরকার (বুয়েট), ২য় তাহজিব হোসেন খান (বুয়েট), ৩য় হয়েছে মোঃ জারিফ তাজওয়ার (বুয়েট)।

গণিত অলিম্পিয়াড (কলেজ) প্রতিযোগিতায় প্রথম জোনায়েদ লাবীব আল ওয়াসি (এনডিসি), ২য় আকিফ সামি মালিথা (এনডিসি) , ৩য় হয়েছে ফজলে সাব্বির (এনডিসি)।

ইন্টিগ্রেশন বি (বিশ্ববিদ্যালয়) প্রতিযোগিতায় প্রথম দীপ রঞ্জন সরকার (বুয়েট), ২য় ফারহান মুহিব নিটোল (বুয়েট), ৩য় সৌগত দত্ত নিতুন (বুয়েট)।

ইন্টিগ্রেশন বি (কলেজ) প্রতিযোগিতায় প্রথম হয়েছে আকিফ সামি মালিথা (এনডিসি), ২য় শৈবাল চৌধুরী (এনডিসি), ৩য় মোঃ নাজিব মাহমুদ (এনডিসি)।

সুডোকু প্রতিযোগিতায় প্রথম ফেরদৌস মান্নান সজিব (ঢাবি), ২য় মুহে জুলফিকার (বুয়েট), ৩য় হয়েছে সালসাবিলা জামান (ঢাবি)।

প্রবন্ধ লেখায় প্রথম মোঃ জোনাইদুল ইসলাম (বিইউপি), ২য় আল সামি (এনডিসি), ৩য় হয়েছে সিদ্দিকা তামান্না ইসলাম (কুয়েট)।

৭ কর্ম দিবসের মধ্যে বিজয়ীদের পুরস্কারের টাকা পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা ।

আরও পড়ুন

কাল বুয়েটে অনুষ্ঠিত হচ্ছে “ন্যাশনাল নাম্বারস কার্নিভাল ২০২৫”

বুয়েট ব্রেইন টিজার ক্লাবের উদ্যোগে “ন্যাশনাল নাম্বার্স কার্নিভ্যাল ২০২৫” এর রেজিষ্ট্রেশন শুরু

Related posts

আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন

Tahmina

৭৫% সিএফও মনে করে এআই এজেন্ট প্রতিষ্ঠানের আয় বাড়াবে

Tahmina

ওয়ালটনের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে

Tahmina

Leave a Comment