16 C
Dhaka
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

“নাসা স্টেমএক্স চুয়েট এসট্রোবি ল্যাব” উদ্বোধন

টেকসিঁড়ি রিপোর্ট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-(চুয়েট) এর গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)-বেইসড স্টেম এডুকেশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সাথে চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরে “নাসা স্টেমএক্স চুয়েট এসট্রোবি ল্যাব” উদ্বোধন করা হয় এবং চুয়েট ও স্টেমএক্স ৩৬৫ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়।

১০ই ডিসেম্বর (মঙ্গলবার) ২০২৪ খ্রিঃ চুয়েটের প্রশাসনিক ভবন-২ এর একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

এতে বিশেষ বক্তা ছিলেন চুয়েটের সাবেক ভাইস-চ্যান্সেলর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশন এর সদস্য ড. ইমতিয়াজ কামাল। সেমিনারে মূল বক্তা ছিলেন স্টেমএক্স ৩৬৫ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মিজানুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং সঞ্চালনা করেন নিউক্লিয়ার ইঞ্জিনিয়রিং বিভাগের প্রভাষক কাজী কামরুন নাহার অনন্যা।

এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “বিশ্বজুড়ে বর্তমানে শিক্ষার যে ধরণটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে, সেটি হলো স্টেম (STEM) এডুকেশন। সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথম্যাটিকস- এই ৪ বিষয়ের আদ্যক্ষর মিলিয়ে সংক্ষেপে বলা হচ্ছে স্টেম এডুকেশন।

এই সময়ে মানুষের জীবনে সব জায়গায় রয়েছে স্টেম শিক্ষার প্রভাব। এই শিক্ষা বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করে। এই শিক্ষা তাদের জন্য যারা অন্বেষণ করতে, প্রশ্ন করতে এবং উদ্ভাবন করতে ইচ্ছুক। রোবট তৈরি করা, সফ্টওয়্যার তৈরি করা বা মহাকাশের রহস্য অনুসন্ধান করা যাই হোক না কেন, স্টেম-এর সুযোগ সীমাহীন। তাই এই শিক্ষা গ্রহণ করতে এবং এই শিক্ষায় বেড়ে উঠতে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতে হবে। জ্ঞানকে প্রসারিত করতে জানতে হবে। বিশ্ব দ্রুত অগ্রসর হচ্ছে, এবং এই পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে। এই নেতৃত্ব প্রদানের জন্য নিজেকে উপযুক্ত করে গড়তে হবে।”

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও STEMX365 এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এই সমঝোতা চুক্তির মাধ্যমে টিচিং, রিসার্চ, ট্রেইনিং, ল্যাব ডেভেলপমেন্ট, ফ্যাকাল্টি আদান-প্রদান, স্টুডেন্ট ও স্টাফদের উন্নয়নসহ ভার্চুয়াল ইন্ডাস্ট্রির সাথে সংযুক্তি এবং স্টুডেন্টদের ইন্টার্নশিপ এর সুযোগ তৈরি করবে যা উভয় প্রতিষ্ঠানের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে।

১০ই ডিসেম্বর (মঙ্গলবার) ২০২৪ খ্রি. বেলা ১১.০০ ঘটিকায় চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। চুয়েট এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও STEMX365 এর পক্ষ থেকে স্বাক্ষর করেন STEMX365 এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মিজানুল হক চৌধুরী।

এতে আরও উপস্থিত ছিলেন চুয়েটের সাবেক ভিসি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, যন্ত্রকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশন এর সাবেক সদস্য ড. ইমতিয়াজ কামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। স্টেমএক্স ৩৬৫ এর পক্ষে উপস্থিত ছিলেন STEMX365 এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মিজানুল হক চৌধুরী।

Related posts

বিডিইউ তে দিনব্যাপী ওয়ার্কশপ নিলেন ডঃ মুহাম্মদ ফিরোজ মৃধা

Tahmina

এআইইউবি’র নতুন ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম

Samiul Suman

জাতীয় পর্বে চ্যাম্পিয়ন চুয়েটের “ইউন্যানিমাস”

Tahmina

Leave a Comment