২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

‘৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব শুরু

টেকসিঁড়ি রিপোর্ট : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ৩ দিনব্যাপী ‘৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব-২০২৫’ শুরু হয়েছে।

৬ ফেব্রুয়ারী প্রথমদিন সকাল ১১টা থেকে প্রতিযোগিতার শুরু হয়। এতে স্কুল কলেজ পর্যায়ে ১৮ টি দল অংশ নেয় এবং জাতীয় পর্যায়ের ১২ জন বিচারক বিচারকার্য পরিচালনা করেন।

বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী র‌্যালিতে অংশ নিয়ে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকদের নিয়ে তিন দিনব্যাপী ৪র্থ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক উৎসব-২০২৫ আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য বলেন ‘চিন্তার চিলেকোঠায় উঠুক আলোর মিছিল’ স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত জাতীয় এ বিতর্ক উৎসবে আমাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। তিনি শিক্ষক, শিক্ষার্থীসহ যারা এ আয়োজনের সাথে সম্পৃক্ত তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অংশগ্রহণকারী স্কুল এবং কলেজের শিক্ষার্থীবৃন্দকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে বিতর্ক করার যে সুযোগ করে দেয়া হয়েছে এবং তারা যে উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ নিয়ে অংশগ্রহণ করছে সেটাই তাদের পরম পাওয়া। আমি বিশ্বাস করি বিতর্ক দিয়ে ভবিষ্যতে তারা তাদের শিক্ষাঙ্গণকে মুখরিত করবে।

উপাচার্য আরও বলেন, জ্ঞান চর্চায় যুক্তির যে প্রয়োজন সেটাকে তোমরা বিবেচ্য হিসেবে গ্রহণ করবে। আগামী ৩দিনে বিভিন্ন ক্যাম্পাস থেকে এখানে যারা আসবে তারা আমাদের ক্যাম্পাসকে সাদরে গ্রহণ করবে এবং তাদের যদি কোনো পরামর্শ থাকে আমরা অবশ্যই তা গ্রহণ করবো। বিতার্কিকরা যুক্তির মাধ্যমে এবং বিভিন্ন চিন্তার মাধ্যমে কথা বলেন, এতে তারা নিজেদের যেমন সমৃদ্ধ করবেন তেমনি যারা দর্শক থাকবেন তারাও তাদের জ্ঞানকে সমৃদ্ধ করবেন।

র‌্যালিতে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমী, সোসাইটির সভাপতি মোঃ মুবদী ইসলাম রাফিন ও সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত রিন্তি সহ নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ অংশ নেয়।

Related posts

চুয়েটে “ডাইনামিক্যাল সিস্টেম্স অ্যান্ড অ্যাপ্লিকেশন্স” শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

Samiul Suman

মাস্টার্স ইন এআই চালু হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

Tahmina

চুয়েটে জিআরএস সফটওয়্যার বিষয়ক কর্মশালা সম্পন্ন

Tahmina

Leave a Comment