টেকসিঁড়ি রিপোর্টঃ গুগল তার জিমেইল ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার যোগ করেছে, যার নাম ‘ম্যানেজ সাবস্ক্রিপশন’।
এই ফিচারটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব ভার্সনে উন্মুক্ত থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ইনবক্সে জমে থাকা অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন ইমেইল সহজেই ম্যানেজ করতে পারবেন।
অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা যথাক্রমে ১৪ জুলাই এবং ২১ জুলাই এটি পাবেন। রোলআউট শুরু হওয়ার পর থেকে প্রতিটি ব্যবহারকারীর কাছে এই ফিচারটি পৌঁছাতে ১৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে, কোম্পানিটি জানিয়েছে।
নতুন এই ফিচারে ব্যবহারকারীরা তাদের সাবস্ক্রাইব করা সব নিউজলেটার, প্রোমোশনাল ইমেইল এবং অন্যান্য বিজ্ঞাপন এক জায়গায় দেখতে পাবেন। পাশাপাশি, কোন ইমেইল সাবস্ক্রিপশন বন্ধ করতে চান বা কোনটি রাখতে চান, তা বেছে নেওয়ারও সুযোগ পাবেন। এতে করে ইনবক্সের অপ্রয়োজনীয় ইমেইলের ভিড় কমবে এবং গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে পাওয়া সহজ হবে।
গুগলের সাম্প্রতিক ব্লগ পোস্টে এই নতুন সুবিধার বিস্তারিত জানানো হয়েছে। এই তালিকার মাধ্যমে, ব্যবহারকারীরা তাদের সক্রিয় সাবস্ক্রিপশনগুলো ইমেল আসার ফ্রিকোয়েন্সি অনুযায়ী দেখতে পারবেন এবং প্রতিটি প্রেরকের কাছ থেকে আসা ইমেলের সংখ্যাও জানতে পারবেন।
সবচেয়ে বড় সুবিধা হলো, ব্যবহারকারীরা এই একটি স্থান থেকেই তাদের পছন্দমতো সাবস্ক্রিপশন থেকে আনসাবস্ক্রাইব করার সিদ্ধান্ত নিতে পারবেন।