টেকসিঁড়ি রিপোর্টঃ নেটস্পেস ইন্টারনেট লিমিটেড, বাংলদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক অনুমোদিত ইন্টারনেট সেবা দানকারি প্রতিষ্ঠান, মাদারীপুর সদরে ২০২১ সাল থেকে ইন্টারনেট সেবা প্রদান করছে। এখন তারা মাদারীপুর সদর উপজেলায় অপটিক্যাল ফাইবারের সংযোগ দিচ্ছে।
বর্তমানে সরদার কোলোনি, সুমন হোটেল, বাদামতলা, পুরান বাজার, লঞ্চঘাট, জেলা পরিষদ, বটতলা, পানিছত্র, ডিসি ব্রিজ থেকে ইটের পুল, বাঘেরপাড়, স্টেডিয়াম, এবং কুকরাইল সহ প্রায় সকল স্থানে ইন্টারনেট সংযোগ দিচ্ছে। তাদের রয়েছে আকর্ষণীয় বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক প্যাকেজ। এছাড়াও রয়েছে রাউটার, ক্যাবল সহ বিভিন্ন কম্বো অফার।
মাদারীপুর সদরে একমাত্র তারাই অটোমেটেড বিলিং সিস্টেমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাসের বিল সংগ্রহ করে থাকে। রয়েছে ২৪ ঘণ্টা কাস্টমার সাপোর্ট সেন্টার, নিজেস্ব ওয়েবসাইট, নিজেস্ব লোকাল সার্ভার, অফিসিয়াল হটস্যাপ চ্যাট। রয়েছে একটিভ ফেসবুক পেইজ, ইনস্টগ্রাম, লিংকডিন একাউন্ট। শহরের প্রাণ কেন্দ্রে রয়েছে সুসজ্জিত আধুনিক অফিস।
সাশ্রয়ী ও দ্রুত গতির ইন্টারনেট সেবা নিয়ে তারা উন্নত গ্রাহক সেবা দিতে বদ্ধ পরিপক্ব।