২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

ঢাকায় আইক্যান আউটরিচ প্রোগ্রাম ১১ ও ১৪ জুলাই

টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ১১ এবং ১৪ জুলাই বিটিআরসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইক্যান আউটরিচ প্রোগ্রাম ।

ঢাকায় আইক্যান আউটরিচ আয়োজনে থাকছে আমন্ত্রিতদের নিয়ে ইন্টারনেট উদ্ভাবন, ডোমেইন নেইম শিল্পে ব্যবসার সুযোগ, ডিএনএস নিরাপত্তা ইত্যাদি নিয়ে থাকছে গোলটেবিল আলোচনা এবং পাবলিক সেমিনার।

ইভেন্টের লক্ষ্য হল অর্থপূর্ণ আলোচনা এবং সহযোগিতার জন্য আইটি সেক্টর থেকে পেশাদার, চিন্তাশীল নেতা এবং স্টেকহোল্ডারদের একত্রিত করা। অনুষ্ঠানটির আয়োজক বিটিআরসি এবং সহ-আয়োজক আইসিএএনএন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

১১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১২ টা অব্দি চলবে ডোমেইন নেইম ইন্ডাস্ট্রির ভবিষ্যত অন্বেষণ – চ্যালেঞ্জ এবং সুযোগ , এই টপিকে আলোচনা। আলোচক সমীরণ গুপ্ত, ভিপি, আইসিএএনএন এবং কাজী মুস্তাফিজুর রহমান (জিএসি, বাংলাদেশ)।

১২ টা থেকে ২ টা অব্দি লাঞ্চ ব্রেক , তারপর আড়াইটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪ টা অব্দি সমীরণ গুপ্তর নেতৃত্বে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির অংশগ্রহনে চলবে সেশন। এজেন্ডা: সার্বজনীন স্বীকৃতি (UA) এবং ডোমেইন অপারেশনাল দক্ষতার একাডেমিক প্রচার ।

১৪ তারিখ সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা অব্দি এক ঘন্টা চলবে ডোমেইন নেম ব্যবসা এবং শিল্প বৃদ্ধির চ্যালেঞ্জের ভবিষ্যত নিয়ে আলোচনা। মডারেটরঃ ইমরান হোসেন , প্যানেলিস্টরা হলেন :সালেহ আহমেদ, শফিকুর রহমান, মোস্তফা কামাল, বিটিসিএল এবং মুর্তজা আহমেদ, প্রতিষ্ঠাতা এবং সিইও, ড্রিম লাইন আইটি সলিউশন।

ডিএনএস সম্প্রদায়ের সাথে জড়িত থাকার গুরুত্ব নিয়ে আলোচনা হবে ১১ টা ৪৫ থেকে সাড়ে ১২ টা ।
প্যানেলিস্ট: শামসুজ্জোহা, ডিডি, বিটিআরসি, শাহ জাহিদুর রহমান, অ্যাট-লার্জ অ্যাডভাইজরি কমিটি (ALAC), সদস্য, ICANN, মোহাম্মদ কাওসার উদ্দিন, সভাপতি, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) ভাইস প্রেসিডেন্ট, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার , মাসুম, শায়লা, ইমরান হোসেন, গাজী জেহাদুল কবির, মোঃ জাহাঙ্গীর হোসেন, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ইন্টারনেট সোসাইটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য, পাভেল, রোমিয়া, আফিফা আব্বাস, নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার, HAEA, রেজোনা, প্রথম সংবেদনশীল বিনিয়োগকারী- ঝুঁকি এবং সম্মতি বিভাগ।

বিরতির পর শুরু হবে , পাবলিক সেমিনার: বাংলাদেশের জন্য আইসিএএনএন এনগেজমেন্ট এবং সুযোগ

মূল বক্তব্য: আইক্যান চেয়ারপারসন, চেয়ারম্যান, বিটিআরসি প্রকৌ: মো: মহিউদ্দিন আহমেদ।
প্রধান অতিথি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Related posts

লাস ভেগাসে হচ্ছে উত্তর আমেরিকার বৃহত্তম এআই সম্মেলন ‘এআই ফোর ২০২৫’

TechShiri Admin

ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতা ২০২৩-২৪

Samiul Suman

৩ দিনব্যাপী আইসিটি মেলা চলছে চট্রগ্রামে

Tahmina

Leave a Comment