টেকসিঁড়ি রিপোর্ট : চিনের বেইজিং শহরে আগস্টের ২ থেকে ৯ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক এআই আলিম্পিয়াডে (IOAI)। সেই লক্ষ্যে বাংলাদেশ দলের প্রতিনিধি নির্বাচন শুরু হয়েছে। নিবন্ধনের শেষ তারিখ: ২০ এপ্রিল ২০২৫।
বাংলাদেশের দলে অংশ নিতে হলে যোগ দিতে হবে বাংলাদেশ এআই অলিম্পিয়াডে। দেরি না করে এক্ষুণি নিবন্ধনের জন্য লগ-ইন করতে হবে – www.bdaio.org এই ওয়েবসাইটে ।
নিবন্ধন ফি ১০০ টাকা , উচ্চা মাধ্যমিক বা সম পর্যায়ের শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।