১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৪ই শাবান, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

স্ট্যানফোর্ড/এলসেভিয়ারের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ২০৫ বাংলাদেশি

টেকসিঁড়ি রিপোর্টঃ স্ট্যানফোর্ড/এলসেভিয়ারের শীর্ষ ২% বিজ্ঞানী র‍্যাংকিং-এ তালিকাভুক্ত রয়েছে বাংলাদেশের ২০৫ বিজ্ঞানী, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য।

বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – বাংলাদেশ, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়; ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং একাডেমিক প্রতিষ্ঠানের গবেষক।

তাছাড়া গবেষনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিল (বিসিএসআইআর) সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ ইত্যাদি।

স্ট্যানফোর্ড/এলসেভিয়ারের শীর্ষ ২% বিজ্ঞানী র‍্যাংকিং এর মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় গবেষকদের তালিকা করে। এই গবেষকরা বিশ্বব্যাপী সমস্ত বিজ্ঞানীদের প্রায় ২ শতাংশ প্রতিনিধিত্ব করেন। এটি তাদের সাম্প্রতিক বছর এবং ক্যারিয়ার-দীর্ঘ অবদানের জন্য শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের স্বীকৃতি দেয়।

Related posts

১১তম নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ পর্বের সমাপ্তি হলো এআইইউবি’তে

TechShiri Admin

ফেইসবুকে আবারও চলছে নওতাপের গুজব!

TechShiri Admin

অপরাধ দমনে সহায়তা করবে প্রতিরোধ ডট নেট

Tahmina

Leave a Comment