২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

বিডিসিগ’২৫ ফেলোশিপে আবেদন শেষ ১৬ এপ্রিল

টেকসিঁড়ি রিপোর্ট : ৯ম বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্স ২০২৫ এর ফেলোশিপের জন্যে আবেদন উন্মুক্ত হয়েছে। ২ থেকে ৪ মে , ৩ দিন ব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে ঢাকায়।

আবেদন প্রদানের শেষ তারিখ ১৬ এপ্রিল ২০২৫। আবেদন করতে ওয়েবসাইটে ভিজিট করুন https://bdsig.bangladeshigf.org/fellowship-application/

আবেদন করতে পারবেন যারা

বিডিসিগ ২০২৫ ফেলোশিপ বাংলাদেশি সকল নাগরিক (১৮ থেকে ৫০ বছর বয়সী) জন্য উন্মুক্ত। সরকার ও নিয়ন্ত্রকসংস্থা, ডাটা প্রোটেকশন ও সাইবার সিকুরিটি প্রফেশনাল, ডিজিটাল রাইটস ও সিভিল সোসাইটি গ্রুপ, অ্যাকাডেমি, রিসার্চার এবং মিডিয়া প্রফেশনাল, টেক ইন্ডাস্ট্রি ও বিজনেস লিডার সকলেই আবেদন করতে পারবে।

যা শেখানো হবে

ইন্টারনেট গভর্নেন্স এবং ডিজিটাল গভর্নেন্স, ইন্টারনেট গভর্নেন্সের ইকোসিস্টেম/ মাল্টি-স্টেকহোল্ডার মডেল এবং গ্লোবাল ইন্টারনেট পলিসি, ইমার্জিং টেকনোলোজি (যেমনঃ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, ‘বিগ ডাটা’, ‘ইন্টারনেট অব থিংস’ ইত্যাদি), ডিজিটাল সম্পর্কিত আইন-কানুন এবং আন্তর্জাতিক ফেলোশিপ, সাইবার সিকুয়েরিটি এবং হিউমেন রাইটস, স্মার্ট বাংলাদেশ এবং ভবিষ্যতের ডিজিটাল চ্যালেঞ্জ।

বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্স (বিডিসিগ) তিনদিনব্যাপী একটি বার্ষিক স্কুল কোর্স, যা বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) দ্বারা গৃহীত পদক্ষেপ। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম’টি ইন্টারনেট গভর্নেন্স ফোরাম সাপোর্ট অ্যাসোসিয়েশন (IGFSA) এর সাথে সম্পর্কিত। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি মাল্টিস্টেকহোল্ডার প্রতিষ্ঠান, যার লক্ষ্য হল ইন্টারনেট সম্পর্কিত জননীতি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (UN IGF) এর সহযোগিতায় বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সম্পর্কিত বিষয়গুলি আলোকপাত এবং ধারণা প্রদান করা ।

Related posts

বাজেটে কর অব্যাহতির মেয়াদ ৩ বছরে খুশি বেসিস, প্রত্যাশা পূরণ হয় নি আইএসপিএবি , ই-ক্যাবের

TechShiri Admin

এআই চ্যাটবট গ্রোকের ফ্রি সংস্করণ পরীক্ষা করছে এক্স

Tahmina

বন্যার্তদের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২

Tahmina

Leave a Comment