২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

ইন্টারনেট ট্রান্সমিশনে ১০% মূল্যহ্রাসের ঘোষণা বাহন লিমিটেডের

টেকসিঁড়ি রিপোর্ট : ইন্টারনেট ট্রান্সমিশন তথা সঞ্চালন সেবায় ১০% মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বেসরকারি খাতের এনটিটিএন অপারেটর বাহন লিমিটেড।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের আহবানে সাড়া দিয়ে এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাহনের পক্ষ থেকে বলা হয়, দেশীয় ট্রান্সমিশন সেবায় কমপক্ষে ১০ শতাংশ পর্যন্ত মূল্যহ্রাস করা হয়েছে। ট্রান্সমিশন নেটওয়ার্কের পরিধি ভেদে কোন কোন স্থানে ১০ শতাংশেরও বেশি মূল্য হ্রাস করা হবে।

এ বিষয়ে বাহন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুত বলেন, সরকার জনগণকে সুলভ মূল্যে গুণগত মানসম্পন্ন ইন্টারনেট সেবা , এর ফলে ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম উল্লেখযোগ্য হারে কমে আসবে।
মূল্যহ্রাসের পাশাপাশি এনটিটিএন সেবায় ‘ফ্লোর প্রাইস’ উঠিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে বাহন।

এ বিষয়ে রাশেদ আমিন বলেন, ইন্টারনেটকে ব্যবহারকারীদের কাছে আরও সুলভ করতে, ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়া উচিত। ফ্লোর প্রাইস তুলে ফেলতে, বাহন অতীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠিও দিয়েছে। বাহন মনে করে যে, ফ্লোর প্রাইস তুলে দিলে অনেক জায়গায় এনটিটিএন এর ট্রান্সমিশন ব্যয় ১০ শতাংশের অধিক কমানো সম্ভব।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল একটি এনটিটিএন অপারেটর ইন্টারনেট ট্রান্সমিশনের বিভিন্ন পর্যায়ে মূল্যহ্রাসের সিদ্ধান্তের কথা জানিয়ে অন্যান্য টেলিকম অপারেটর প্রতিও খরচ কমানোর আহবান জানিয়েছেন ফয়েজ তৈয়্যব।

Related posts

শুরু হলো বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫

Tahmina

টেলিযোগাযোগ সেবা নিয়ে গণশুনানী ৮ মে

Tahmina

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’ বাজারে

Tahmina

Leave a Comment