টেকসিঁড়ি রিপোর্টঃ বাংলাদেশের ইন্টারনেট বাজারে দ্রুতই নিজের অবস্থান পাকাপোক্ত করতে শুরু করেছে বিশ্ববিখ্যাত উদ্যোক্তা ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’। কার্যক্রম শুরুর মাত্র ৫ মাসের মধ্যে দেশজুড়ে প্রায় ১,৮০০ সক্রিয় ডিভাইসে এই সেবা পৌঁছে গেছে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির তথ্যমতে, লজিস্টিক সমস্যার কারণে এখনও প্রায় ২,৫০০ অর্ডার বাকি রয়েছে, যা শীঘ্রই সরবরাহের চেষ্টা চলছে। সারাদেশে নিরবিচ্ছিন্ন কানেক্টিভিটি নিশ্চিত করতে গাজীপুর, রাজশাহী ও যশোরে গেটওয়ে স্থাপন করেছে স্টারলিংক।
এছাড়াও, কর্পোরেট গ্রাহকদের জন্য ‘লোকাল প্রায়োরিটি’ ও ‘গ্লোবাল প্রায়োরিটি’ নামে নতুন দুটি প্যাকেজের অধীনে স্টারলিংকের সেবা বিতরণ করতে রবি অক্সিয়াটা এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর সাথে ২৫ লাখ ডলারের রিসেলার চুক্তি করেছে কোম্পানিটি।
স্টারলিংক ইতিমধ্যেই গাজীপুর, রাজশাহী এবং যশোরে গেটওয়ে তৈরি করেছে, যা দেশজুড়ে সংযোগ নিশ্চিত করছে। কর্পোরেট ব্যবহারকারীদের জন্য নতুন চুক্তি: কর্পোরেট ব্যবহারকারীদের জন্য নতুন “লোকাল প্রায়োরিটি” (Local Priority) এবং “গ্লোবাল প্রায়োরিটি” (Global Priority) স্তরের অধীনে স্টারলিংক পরিষেবা বিতরণের জন্য রবি আজিয়াটা (Robi Axiata) এবং বিএসসিএল (BSCL) ২.৫ মিলিয়ন ডলারের রিসেলার চুক্তিতে স্বাক্ষর করেছে।
শিল্পসংশ্লিষ্টরা জানান, সরবরাহে বিলম্ব সত্ত্বেও স্টারলিংকের প্রতি দেশে চাহিদা ব্যাপক। যা বাংলাদেশে স্যাটেলাইট ব্রডব্যান্ডের প্রতি ক্রমবর্ধমান আগ্রহেরই ইঙ্গিত বহন করছে।

