৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই শাবান, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

১ এপ্রিল অ্যাপলের জন্মদিন

টেকসিঁড়ি রিপোর্ট : অ্যাপল এর নাম কে না জানেন! প্রযুক্তি দুনিয়ার এই কোম্পানির আইফোন আরাধ্য যে কারোর। জানেন কি ১৯৭৬ সালে ১ এপ্রিল , স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন মিলে অ্যাপল গঠন করেন।

অ্যাপল আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত বহুজাতিক প্রযুক্তি কোম্পানি যারা বিভিন্ন রকম প্রযুক্তি নির্ভর ইলেক্ট্রনিক্স পণ্য, কম্পিউটার, সফটওয়্যার তৈরি করা এবং অনলাইন সেবা ডিজাইন , ডেভেলপ ও বিক্রি করে ।

বর্তমানে অ্যাপলের সিইও টিম কুক , যিনি ২০১১ সালের ২৪ আগস্ট দায়িত্ব নেন এবং এখনো এই দায়িত্ব পালন করে চলছেন।

অ্যাপল কিভাবে শুরু হয়?

১৯৭৬ সালে, যখন হিউলেট-প্যাকার্ড কোম্পানিতে ওজনিয়াক একজন ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন ছিলেন, তারা তার ডিজাইনে কোন আগ্রহ প্রকাশ করেনি। তখন ওজনিয়াক ছিলেন ২৬ বছর বয়সী তিনি প্রাক্তন উচ্চ বিদ্যালয়ের সহপাঠী ২১ বছর বয়সী স্টিভ জবসের সাথে জবস ফ্যামিলি গ্যারেজে অপারেশন শুরু করেন। জবস এবং ওজনিয়াক তাদের কোম্পানির নাম দিয়েছেন অ্যাপল।

৪৭ বছর আগে প্রতিষ্ঠিত কোম্পানিটি আজ অবধি টিকে আছে এবং প্রযুক্তি দুনিয়ায় ব্যাপক সুনাম কুড়িয়েছে।

Related posts

২০০ ডলার ছাড়ে বিক্রি হচ্ছে এমটু ম্যাকবুক এয়ার!

Tahmina

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ২ টি গোল্ড সহ ১০ টি পদক অর্জন বাংলাদেশের

Tahmina

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

TechShiri Admin

Leave a Comment