১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

‘সি৭৫’ লাইন-আপে নতুন  স্মার্টফোন আনছে রিয়েলমি

টেকসিঁড়ি রিপোর্ট : রিয়েলমি আবারো আলোড়ন তুলতে পারে বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে। কোম্পানিটি জনপ্রিয় ‘সি৭৫’ লাইন-আপের নতুন উত্তরসূরি বাজারে আনতে পারে, এবং এটির নাম হতে পারে ‘সি৭৫এক্স’।

ধারণা করা হচ্ছে, এই স্মার্টফোনে থাকবে বিভিন্ন ফ্ল্যাগশিপ-গ্রেড ফিচার। পাশাপাশি ডিভাইসটি হবে বেশ সাশ্রয়ী। নতুন এই ফোনটি তরুণ টেক অনুগ্রাহী ব্যবহারকারীদের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম হবে।

ইন্ডাস্ট্রি ইনসাইডারসের তথ্যমতে, এই ডিভাইসে থাকতে পারে ‘আইপি৬৯’-রেটেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি, যা সাধারণত সাশ্রয়ী ফোনগুলোতে দেখা যায় না। ফলে ধুলো, পানি থেকে নিরাপত্তা কিংবা দুর্ঘটনাবশঃত হাত থেকে পড়ে যাওয়ার মতো ঘটনায়ও নিরাপদ থাকবে ডিভাইসটি। এছাড়া- স্মার্টফোনটিতে আছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি সক্ষমতা।

আরো গুঞ্জন আছে- এ মোবাইলে থাকতে পারে ৪৫ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতার ৫৬০০এমএএইচ শক্তিশালী ক্যামেরা; যা মিনিমাল ডাউনটাইম-সহ দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে। ডিভাইসটি দেখতে হবে প্রিমিয়াম ডিজাইন এর, স্বাচ্ছন্দ্য ও নন্দনিকতার অভিনব মিশেল।

স্মার্টফোনটির দাম ও স্পেশিফিকেশন বিষয়ে বিস্তারিত জানতে, অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার ওপর। আগ্রহীদের রিয়েলমি’র অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে চোখ রাখতে বলা হয়েছে ।

Related posts

সিইএস ২০২৫ঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি ইভেন্ট

TechShiri Admin

দেশে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক যাত্রা ৯ এপ্রিল

Tahmina

সাশ্রয়ী ও দ্রুত গতির ইন্টারনেট সেবা এখন মাদারীপুরে

Samiul Suman

Leave a Comment