32 C
Dhaka
২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

এনবিআরে কি ফ্যাসিবাদের প্রেতাত্মা ভর করলো ?

টেকসিঁড়ি রিপোর্ট : এনবিআর এর উপর ফ্যাসিবাদ সরকারের প্রেতাত্মা ভর করেছে বলেই নতুন করে গ্রাহকদের ওপর অনৈতিকভাবে সম্পূরক শুল্কজারী করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে তা না হলে তারা গ্রাহক সমাজ ,নাগরিক সমাজ এবং সকল দলমত নির্বিশেষে রাজপথে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ার করেছে সংগঠনটি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাতে আমরা জানতে পেরেছি যে, ভয়েস কল এবং ইন্টারনেট ডাটা ব্যবহার করার ক্ষেত্রে নতুন করে তিন শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করতে যাচ্ছে এনবিআর। আমরা মনে করি এ ধরনের হঠকারী সিদ্ধান্ত একমাত্র তারাই নিতে পারে যাদের উপর বিগত ফ্যাসিবাদী সরকারের প্রেতাত্মা ভর করে আছে।

তিনি আরও বলেন, ইন্টারনেট সবাই আমরা বিশ্বের মধ্যে তলা নিতে আছি অন্যদিকে ভ্যাটের ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ স্থানে। যেখানে দেশের এখনো ৪৮ শতাংশ জনগণ ইন্টারনেট সেবার বাইরে আছে সেখানে নতুন করে এই উচ্চ কর হার নাগরিকদের ইন্টারনেট সেবা থেকে বিমুখ করবে নতুন করে বৈষম্য সৃষ্টি করবে।

তিনি বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার প্রাণ দিয়েছিল জবাবদিহিতা গণতন্ত্র ও সেবামূলক কমবে বলে। কিন্তু বর্তমান সরকার এবং এনবিআর সামাজিক দায়বদ্ধতার বিষয়টি ভুলে গিয়ে রাষ্ট্রের অর্থ যোগানোর জন্য জনগণের পকেট কাটার যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে তা অযৌক্তিক এবং ফ্যাসিবাদী মূলক আচরণ। এ ধরনের সিদ্ধান্ত থেকে তাদেরকে সরে আসতে হবে তা না হলে আমরা গ্রাহক সমাজ ,নাগরিক সমাজ এবং সকল দলমত নির্বিশেষে রাজপথে নামতে বাধ্য হব।

Related posts

এখন থেকে অনলাইনে কেনা যাবে টেলিটক সিম

Tahmina

বন্যার্তদের পাশে ৩ মোবাইল অপারেটর , ফ্রি দিচ্ছে ডাটা ও মিনিট

Tahmina

অব্যবহৃত মোবাইল ডাটা, মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে হাইকোর্টের রুল

Tahmina

Leave a Comment